1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরের নিজপাট ইউনিয়ন শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গোমস্তাপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ সুরমায় সাংবাদিকের বাসায় হামলা,ভাংচুর ও লুটের ঘটনায় সিলেট সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও প্রতিবাদ দক্ষিণ সুরমায় সাংবাদিকের বাসায় হামলা, ভাঙচুর ও লুট, থানায় অভিযোগ সিলেট বিভাগের আরও ৪টি আসনে দলীয় প্রার্থীর  ঘোষণা বিএনপির এএসএমপির ছয় থানার ওসি বদল চাঁদাবাজমুক্ত ন্যায়ভিত্তিক ছাতক-দোয়ারা গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান ডাকসু ভিপি সাদিক কায়েম নাচোলে সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থীর মৃত্যুঃ ধানুয়া কামালপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জামালগঞ্জে ভোটের হাওয়া: হাতপাখা প্রতীকের প্রার্থী ডা. রফিকুলের গণসংযোগ

গোয়াইনঘাটের সারি নদীতে ড্রেজার মেশিন বসিয়ে চলছে অবৈধ বালু উত্তোলন,” ভাঙ্গনের কবলে ফসলী জমিসহ বসত বাড়ী”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

জৈন্তাপুর (সিলেট)প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাও ইউনিয়নের আনন্দ বাজার সংলগ্ন বুধিগাও হাওড় গ্রামের সারি নদীর তীরবর্তী অংশে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে চলছে বালু উত্তোলনের মহোৎসব।

জানাগেছে স্থানীয় প্রশাসনকে মেনেজ করে ড্রেজারমেশিন বসিয়ে বালু উত্তোলন করছে বালু খেকু চক্র।এতে করে মারত্বক হুমকির মূখে রয়েছে সারি নদীর দু’তীরবর্তী এলাকার বাসিন্দাদের ফসলী জমিসহ বসত বাড়ি। নদী ভাঙ্গন কবলে বাওন হাওড়- শেওলারটুক গ্রামের মসজিদ, কবরাস্থান-ঈদগাহ মাঠ, বসতবাড়ীসহ শত হেক্টর ফসলী জমি।

স্থানীয় এলাকার বাসিন্দাদের ভাষ্যমতে,গত ২৮ আগষ্ট বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলা প্রশাসনের অভিযানের পর সারি নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলনের নিষেধাঙ্গা থাকলেও তা অম্যান্য করে বুধিগাও হাওড় গ্রামের মো. রাহেদ মিয়ার ছেলে মজিবুর ও বাওন হাওড় গ্রামের হাফিজ উদ্দিন’র ছেলে রুহুল মিয়ার দুইটি ড্রেজার নৌকা দিয়ে আবারও বালু উত্তোলন করছে। নদীর তলদেশে ড্রেজিং করে বোমা মেশিন দিয়ে তারা অবৈধভাবে বালু উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছে।স্থানীয় এলাকার লোকজন অবৈধ বালু উত্তোলনে বাধা নিষেধ করলে তারা উল্টো প্রশাসনের ভয় দেখায় এমন অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের দাবি,প্রতি বছর বর্ষার মৌসুমে এলাকার একটি সঙ্গবদ্ধ চক্রের সদস্যদের মাধ্যমে আনন্দ বাজার সংলগ্ন সারি নদী থেকে অবৈধ ভাবে প্রায় অর্ধকোটি ঘনফোট বালু হরিলুট হয়। নদী ভাঙ্গন রোধে অবৈধ বালু উত্তোলনে বাধা নিষেধ করলে তাদের উপর হামলা চালায় সঙ্গবদ্ধ চক্রের সদস্যরা।

একই চিত্র গোয়াইনঘাট উপজেলার তিতকুল্লীর হাওড়,নাইন্দার হাওড়, বালি হাওড়,সানকী ভাঙ্গা দক্ষিণ পাড়া সারি নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের।এর ফলে হুমকিতে পড়েছে বুধিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, সীমার বাজারসহ সরকারী রাস্তাঘাট,মসজিদ-মাদ্রাসা,বসত বাড়ী,ফসলী জমি।এতে করে ভাঙ্গন আতস্কে রয়েছে নদী পাড়ের মানুষ। বছরের পর বছর প্রশাসনের যুগসাজশে চলছে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ বালু উত্তোলন, এতে ক্ষুদ্ধ এলাকাবাসী।

এ ব্যাপারে বুধিগাও হাওড় এলাকার আব্দুর রাজ্জাক ও শুক্কুর মিয়া জানায়, সারি নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বুধিগাও এলাকাসহ আশ-পাশের এলাকার ঘরবাড়ি,ফসলী জমি, রাস্তাঘাট মসজিদ,কবরাস্থান নদী গর্ভে বিলিন হওয়ার আস্কা রয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের দ্রুত হস্থক্ষেপ কামনা করেন তারা।

এব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকে বলেন, ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন বন্দে আমাদের অভিযান চলমান রয়েছে।
এব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি মো.তরিকুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সারি নদীতে অবৈধ বালু উত্তোলনের সাথে কারা জড়িত? তাদের সনাক্ত করতে সংশ্লিষ্ট ১০নং পশ্চিম আলীরগাও ইউনিয়নের দায়িত্বরত(বিট) উপ পরিদর্শক এস আই আশরাফুল ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যাবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট