স্টাফ রিপোর্টার::সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং তেলিখাল ইউনিয়নের দক্ষিণ বুড়দেও গ্রামের মানবাধিকার কর্মী ওমর ফারুকের ছোট ভাই
করম আলী (৪৫) এর বসতঘর থেকে গত (১৮-০৯-২০২৫ ইং) তারিখ রাত প্রায় ৩টা ৩০ মিনিট এর সময় ৩টি গরু চুরি করে নিয়ে যায় একটি সংবদ্ধ চুরাইচক্রের সদস্যরা। যার মধ্যে রয়েছে উন্নত জাতের ১টি ষাঁড়,১গাভী,১টি বাছুর, বর্তমান বাজার মূল্য ১৬,৫০০০-(কথায়-একলক্ষ পয়ষট্টি হাজার টাকা)। বর্তমানে কোম্পানীগঞ্জ উপজেলায় গরু চুরির হিড়িক পড়েছে বলে এলাকাবাসী জানান,এ নিয়ে এলাকার জনসাধারণের রাতের ঘুম হারাম। এর আগেও ওমর ফারুকের মা সায়রা বেগম (৭০) এর একটি ৯৫ হাজার টাকার ষাঁড় গরু উক্ত চোর চক্র ঘরের তালা ভেঙে নিয়ে যায়। বর্তমানে শখের গরুগুলো না থাকায় বড় অসহায় ভাবে দিনযাপন করেছে পরিবারটি।এলাকার মানুষ বড় কষ্টে আছে চোরদের উপদ্রবে। উক্ত বিষয়ে করম আলীর ছেলে আবু তালেব নাজমুল(২০) বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেন কিন্তু বাদী বারবার থানায় দরনা দিয়েও মামলাটি রেকর্ড করাতে পারেনি।মানবাধিকার কর্মী ও উপজেলা বিএনপি'র মানবাধিকার বিষয়ক সম্পাদক ওমর ফারুক জানান,নবাগত ওসি দিবারাত্রি মাদক উদ্ধারে ব্যস্ত থাকার কারণে মামলাটি রেকর্ডে বিলম্ব হচ্ছে বলে মনে করি।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ রতন শেখ এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত