এম ডি ফারুক মিয়া:: নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) এর সিলেট মহানগর শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল ২০( সেপ্টেম্বর) ২০২৫ ইং শনি বার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল্লা মেহেদি ( দিপ্ত) এবং সাধারণ সম্পাদক তানজিদ সোহরাব এ কমিটির অনুমোদন দেন।
এতে সিলেট মহানগর শাখার আহ্বায়ক নির্বাচিত হন মহিত হাসান শান্ত এবং সদস্য সচিব নির্বাচিত হন ছফির উদ্দিন।
এছাড়া কমিটির অন্যদের মধ্যে যুগ্ন আহ্বায়ক জিএম আকতারুজ্জামান সিফাত, যুগ্ন আহ্বায়ক বদরুল আলম চৌধুরী, তৌফিক ওমর তানভীর, মোঃ মাহমুদ রেজা সৌরভ, রামিসা আক্তার সুমাইয়া, মোঃ আব্দুল্লাহ আল নোমান, মিফতাহুল হাসান মেহেদী, মাহদী আশফাক।
যুগ্ন সদস্য সচিব তাহমিনা আক্তার, এহসান আহমেদ, মোঃ আব্দুর রহমান খান সোহাগ, অনিক হাসান, আরিফ হাসান, রানা পারভেজ, মোঃ জোবেল আহমদ, ও মোঃ তারেক মিয়া, কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হন যথাক্রমে, মোঃ আবু তালহা, রেজাউল হক ইমন,জুবায়ের আহমদ, মোঃ মেহেদী হাসান হীরা, মোখলেছুর রহমান মুন্না, মোঃ মাসুম প্রধানিয়া, ইয়াহিয়া, মোঃ কামরুল হাসান শিহাব, রেশাদুল হক, রায়হান আহমেদ তালুকদার, ওয়ালিদ ইবনে আহসান, ফরহাদ খান জিসান,ও তাহমিদ রহমান ফাহাদ।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত