1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন। সিলেটের জুয়ার রাজ্যে বেপরোয়া সাইফুলগংরা জুয়ারীদের কালো থাবায় তছনছ সাধারণ মানুষ, বখরা নেওয়ার অভিযোগ পুলিশ,ডিবি ও সাংবাদিকের বিরুদ্ধে জামালগঞ্জে ব্যারিস্টার লিটনের জনসভায় মানুষের ঢল, ৩১ দফা বাস্তবায়নে জোরালো আহ্বান চট্টগ্রামস্থ ফেনী জেলা আইনজীবী কল্যাণ পর্ষদ প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ আরিফ আল মাহফুজের জন্মদিনে ‘সুপার সিক্সটি’র উচ্ছ্বাস ধলই সফিউল বারী দরবার শরীফে ফাতেহায়ে ইয়াজদহম, মাসিক আলোচনা ও ফাতেহা শরীফ সম্পন্ন, নাচোলে দুই গ্রুপের সংঘর্ষে সহোদর ২ ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া হযরত বাবা ভাণ্ডারী কেবলা কাবা (ক.)’র ২৯ আশ্বিন পবিত্র খোশরোজ শরীফ সম্পন্ন

লন্ডন পাঠানোর নামে ৫৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, মেরে ফেলার হুমকি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জের এক প্রতারক ওয়ার্ক পারমিট ভিসায় লন্ডন নেওয়ার কথা বলে ৪ ব্যক্তির কাছ থেকে ৫৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, মৌলভীবাজার পৌরশহরের চুবড়া সড়ক এলাকার বাসিন্দা হাবিবুর রহমান রাসেল নামের ঐ ব্যক্তি ওয়ার্কপারমিট ভিসায় ৬ মাসের মধ্যে লন্ডন নেওয়ার কথা বলে তাহার বাতিজা সামিউল ইসলাম শাকিল এবং শাকিলের বাবা ফয়জুল ইসলাম এই দুইজনের ব্যাংক একাউন্টের মাধ্যমে ৫৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এই টাকা লেনদেনের প্রমান এই প্রতিবেদকের কাছে রয়েছে। মূলত হাবিবুর রহমান রাসেলের স্থায়ী ঠিকানা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়।

বিশ্বস্থ সূত্রে জানা যায়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা এলাকার লন্ডন প্রবাসী জুনেদ আহমদ কাছ থেকে ওয়ার্কপারমিট ভিসায় ৬ মাসের মধ্যে লন্ডন নেওয়ার কথা বলে ৫৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। প্রবাসী জুনেদ তাহার ৪ আত্নীয়কে লন্ডন নিতে টাকা গুলো দিয়েছেন।

ভূক্তভোগী জুনেদ গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা এলাকার বাসিন্দা। প্রতারণার শিকার জুনেদ এই প্রতিবেদকে বলেন লন্ডন প্রবাসী হাবিবুর রহমান রাসেল আমাকে বলেন আপনার আত্নীয় স্বজন থাকলে ওয়ার্ক পারমিট ভিসায় আনতে পারবেন, একটি সুযোগ আছে। পক্ষান্তরে তিনি বলেন খরচ কতো লাগবে, তখন রাসেল জুনেদকে বলেন ৩০ লক্ষ টাকা খরচ পড়বে। ৫০% টাকা অগ্রিম দিতে হবে। তিনি বলেন ঠিক আছে আমার আত্নীয় স্বজনের সাথে আলাপ করে জানাবো। কিছুদিন পর রাসেল আবার জুনেদকে বলেন আলাপ হয়েছে কিনা, তখন তিনি বলেন আলাপ হয়েছে ৪ জন আত্নীয় স্বজন যেতে চায় মোট কতো টাকা দেওয়া লাগবে, তখন দুজনের মধ্যে আলাপ- আলোচনার পর ৪ জনের ওয়ার্ক পারমিট ভিসা বাবদ ১কোটি ১০ লক্ষ টাকা সাভ্যস্ত করা হয়। এরপর ২০২১ সাল থেকে বিভিন্ন সময়ে প্রবাসী জুনেদ হাবিবুর রহমান রাসেল এর বাতিজা সামিউল ইসলাম শাকিল এবং শাকিলের বাবা ফয়জুল ইসলাম এর ব্যাংক একাউন্টে ৫৫ লক্ষ টাকা দিয়েছেন। কিন্তু টাকা নেওয়ার পর থেকে হাবিবুর রহমান রাসেল প্রতারণার আশ্রয় নিয়ে নেবো নিচ্ছি বলে সময় অতিবাহিত করলেও হাবিবুর রহমান রাসেল তাদের কোন কাজ না করে প্রতারণার মাধ্যমে টাকাগুলো হাতিয়ে নিয়েছে। প্রথম দিকে টাকা ফেরত দেবার আশ্বাস দিলেও এখন টাকা দিবেনা বলে হুমকি দিচ্ছে। লন্ডন নেওয়াতো দূরের বিষয় টাকা চাইলে গালিগালাজ ও মেরে ফেলার হুমকি দিচ্ছে। প্রতারক রাসেল তার শশুর বাড়ীর প্রভাব দেখাচ্ছে বলে ভূক্তভোগীর অভিযোগ।

বিশ্বস্থ আরেকটি সূত্র জানিয়েছে হাবিবুর রহমান রাসেল ওয়ার্ক পারমিট ভিসার কথা বলে যে টাকা নিয়েছে সেই টাকা তাহার স্ত্রী তাবাচ্ছুমা সাফা ও শশুর গৌছুর রহমানকে দিয়েছে। হাবিবুর রহমান রাসেল এর শ্বশুর সিলেটের বিমানবন্দর থানার চৌকিদিকি এলাকার বাসিন্দা। প্রতারক হাবিবুর রহমান রাসেল লন্ডন শহরের 65 ARMSTEAD ROAD, PENDEFORD, WOLVERHAMPTON, WV9 5RF, বসবাস করছে বলে ভোক্তভোগী জানিয়েছন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট