নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর শাহপরান থানার অন্তর্ভূক্ত খাদিম মোহাম্মদপর এলাকায় চাদা্ঁবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ উঠেছে জুবের আহমদ গংদের বিরুদ্ধে। চাঁদাবাজির হাত থেকে মুক্তি পেতে শাহপরান থানাধীন শাহজালাল উপশহর সি ব্লকের বাসিন্দা মৃত ইয়াকুব আলীর পুত্র ভূক্তভোগী ফারক আহমদ ২৮/১১/২৪ইং তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানাযায়, শাহপরান থানাধীন মোহাম্মদপুর গ্রামে ২০০৩ সালের ২৫ মে ভূক্তভোগী ফারক আহমদ একই গ্রামের মৃত আব্বাস মিয়ার পুত্র কালা মিয়ার কাছ থেকে সিলেট সদর উপজেলার দেবপুর মৌজার জে এল নং-৮১, দাগ নং-৭২১, খতিয়ান নং-৮৪৩, ডিপি খতিয়ান- ২২১৯, দলিল নং- ৮৩৫৯/২০০৩ মূলে ০.০৩৫০ (তিন শতক পঞ্চাশ পয়েন্ট) জায়গা ও দলিল নং ৬৪৭০/২০০৪ মূলে ০.০৫০ (পঞ্চাশ পয়েন্ট) জায়গাসহ সর্বমোট ০.০৪ (চার শতক) জায়গা ক্রয় করে ভোগদখল করিয়া আসিতেছেন। পরবর্তীতে বিবাদী জুবের আহমদ ২০১৭ সালে যোগাযোগের মধ্যদিয়ে ২০১৩ সালের বিভিন্ন সময় ও তারিখে কতগুলো জাল কাগজপত্র তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ভূক্তভোগী স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করার চেষ্টা করলেও বিবাদীগন ক্ষমতার দাপট দেখিয়ে সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়। গত ২/৩ বছর যাবৎ বিবাদীরা ভোক্তভোগীর জায়গার উপর নির্মিত স্থাপনা ইট, বালি, সিমেন্ট জোরপূর্বক লোট করে নিয়ে যায়। ভূক্তভোগী ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জায়গার উপর ঘরবাড়ী নিমান করার উদ্যোগ নিলে বিবাদীরা প্রকাশ্যে বাধাঁ দিয়ে জায়গাটি তাদের বলে দাবী করে ধারালো দেশীয় অস্র দিয়ে বাদীকে মেরে ফেলার হুমকি দেয়। ফলে ভূক্তভোগী বাদী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভোগেন। এরপর বিবাদীরা বাদীর কাছে বড় অংকের টাকা চাদাঁ দাবী করে।
চাদাঁ না দেওয়ায় ভূক্তভোগীর জায়গার উপর জোরপূর্বক বাড়ী বানানোর চেষ্টা করছে বলে খবর পেয়ে তার দখলীয় জায়গায় গেলে আবারো বাদী ফারুক আহমদকে প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে ভূক্তভোগী আইনি সহায়তা চেয়ে এসএমপির পুলিশ কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দিলেও কোন প্রতিকার পাননি। এরপর আইনি সহায়তা চেয়ে সিলেট জজকোর্ট আমলী আদালত-৩ একটি মামলা দায়ের করেন। মামলায় ৭ জনকে বিবাদী করা হয়। শাহপরান সি আর মামলা নং-৪২৪/২৪ইং। ধারা ৩৪/১৪৩/১৪৯/৪২০/৪৪৭/৩৭৯/
৩৮৫/৪৬৭/৪৬৮/৪৭০/৪৭১/৫০৬ পেনাল কোড।
বিবাদীরা বিভিন্ন সময় সন্ত্রাসী কায়দায় হয়রানী করে আসছে বলে অভিযোগ করে বিবাদীদের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে বলে উল্লেখ করেন।
বিবাদীরা হলো: (১) জুবের আহমদ (৩৮), পিতা- মৃত জয়নাল মিয়া, (২) আবেদ আহমদ, উভয় পিতা- মৃত জয়নাল মিয়া,(৩) হাবিবুর রহমান জুনেল, পিতা- অজ্ঞাত, (৪) রাজিম, পিতা- বাবুল মিয়া, (৫) সাদ্দাম, পিতা- আলেখ মিয়া,(৬) জয়নাল আবেদীন, পিতা- আলেখ মিয়া ও (৭) রাজন, পিতা- খলিল মিয়া, সর্বসাং- মোহাম্মদপুর, ইসলামপুর, মেজরটিলা, থানা- শাহপরান, জেলা- সিলেট।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত