1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন। সিলেটের জুয়ার রাজ্যে বেপরোয়া সাইফুলগংরা জুয়ারীদের কালো থাবায় তছনছ সাধারণ মানুষ, বখরা নেওয়ার অভিযোগ পুলিশ,ডিবি ও সাংবাদিকের বিরুদ্ধে জামালগঞ্জে ব্যারিস্টার লিটনের জনসভায় মানুষের ঢল, ৩১ দফা বাস্তবায়নে জোরালো আহ্বান চট্টগ্রামস্থ ফেনী জেলা আইনজীবী কল্যাণ পর্ষদ প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ আরিফ আল মাহফুজের জন্মদিনে ‘সুপার সিক্সটি’র উচ্ছ্বাস ধলই সফিউল বারী দরবার শরীফে ফাতেহায়ে ইয়াজদহম, মাসিক আলোচনা ও ফাতেহা শরীফ সম্পন্ন, নাচোলে দুই গ্রুপের সংঘর্ষে সহোদর ২ ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া হযরত বাবা ভাণ্ডারী কেবলা কাবা (ক.)’র ২৯ আশ্বিন পবিত্র খোশরোজ শরীফ সম্পন্ন

বাংলার গুণীজন এস এম শরীয়ত উল্লাহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

এম এ এইচ শাহীন::আলোকিত গুণীজন এস এম শরীয়ত উল্লাহ বহুমুখী প্রতিভার অধিকারী লেখালেখির এক বিরল দক্ষতা অর্জনে এক সফল মানুষ তিনি।নিরব ও নিভৃতে একাকী পথ চলা সাহিত্যে ও সাংস্কৃতিক চেতনার প্রতি দায়বদ্ধতার শেষ নেই।একজন আলোকিত ও আদর্শ মানুষ হিসেবে তার সু-কর্মের প্রতি শুভেচ্ছা ও ভালবাসা অফুরান। তারুণ্যের ছোঁয়ায় স্কুল জীবন থেকেই তার সংসদ। লেখালেখি শুরু। স্কুলে তার মনটা পড়ে থাকতো ক্লাসের বাইরে। তার ভালো লাগতো মানুষকে পর্যবেক্ষণ করতে। তাদের মুখ, চোখের ভাষা কিংবা বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের মুখের রং, আচরণের পরিবর্তন দেখতে! মাঝে মাঝে ভেবে অবাক হতেন; প্রাকৃতিক সুন্দর্য্যের অপরূপ লিলা নিকেতন একে অপরের প্রতি ভালবাসার নিদর্শন ক্রমান্বয়ে অংকুর থেকে বৃক্ষ বৃক্ষথেকে ফুল-ফল নীলাকাশ ছুঁয়া পাহাড়ি দৃশ্য নিয়তির ভারসাম্য রক্ষণাবেক্ষণ অবলোকনে। কী করে একটি ভয়ংকর পোকা থেকে এতো সুন্দর প্রজাপতি হয়! তার চোখ প্রায়ই জানালা গলিয়ে, মাঠ পেরিয়ে চলে যেতো দূরের গাছে ডাকা;সবুজ, হলদে, সাদা আর কালো, পাখিদের মাঝে।গল্প নাটক, গান কবিতা গজল, সমসাময়িক সব বিষয়েই লিখতে তার সবচেয়ে বেশি ভালো লাগে। তার আরো ভালো লাগে বই পড়া, ঘুরতে যাওয়া। গল্প, কবিতা লেখা, পছন্দের গান শোনা। এস এম শরীয়ত উল্লাহ তিনি সৎ সাহসী নির্লোভী সাদাসিধে জীবন যাপনে চলাফেরা করতে পছন্দ করেন। এবং কোন অন্যায়কে কখনো প্রশ্রয় দেন না তিনি অন্যায় দেখলে প্রতিবাদ করেন।তিনি লিখতে প্রচণ্ড ভালোবাসেন এবং তার লেখাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। তার লেখা বিভিন্ন দৈনিক পত্রিকার সাহিত্য সাময়িকী ও বিশেষ সংখ্যাতে প্রকাশিত হয়েছে।বাংলাদেশ টেলিভিশন এর তিনি তালিকাভুক্ত গীতিকার উপদেষ্টা -সিলেট বিভাগীয় গীতিকার সহসভাপতি সুনামগঞ্জ জেলা গীতিকার ফোরাম। প্রধান উপদেষ্টা ছাতক-দোয়ারা গীতকবি পরিষদ।পাশাপাশি বিভিন্ন সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে লেখক হিসেবে নিজের লেখা উপস্থাপন করে থাকেন। বর্তমানে বিভিন্ন অনলাইন পেইজেও নিয়মিত লিখে থাকেন। বহুমুখী প্রতিভার অধিকারী।বাংলাদেশ গীতকবি পরিষদ। সদস্য- স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি। পেশা-লেখালেখি। বিষয়-গল্প-কবিতা-সাহিত্য-ইতিহাস-উপন্যাস-নাটক-গান-গজল ইত্যাদি।গান সংখ্যা, ২০০০/ ২৫০০টি। কবিতা সংখ্যা ৪০০ টি।গজল সংখ্যা ৪৭০ টি।গণসংগীত ৫০টি। প্রকাশিত গ্রন্থ-১৩ টি। ১. দরবেশ শাহজালাল (রঃ) জীবনী।
২. হযরত শাহপরান (রঃ) জীবনী।
৩. সুফি সাধক শিতালং শাহ (সম্পাদিত)
৪. হৃদয়ে তুমি। (উপন্যাস)
৫. জলন্ত প্রেম। (উপন্যাস)
৬. মদিনার ফুল। (গজল) ৭.১ম খন্ড
৮.২য় খন্ড
৯.৩য় খন্ড
১০. প্রতিভা-সংগীত (সম্পাদিত)
১১. মাটির সারিন্দা-সংগীত (সম্পাদিত)
১২. ইসলাম সংগীত (গজল)
১৩. ঝলক। (শানে ফুলতলী) অপ্রকাশিত ৯টি।

লেখক কবি সংগঠক এস এম শরীয়ত উল্লাহ’ন পারিবারিক পরিচিতি ও দাম্পত্য জীবন তিনি আউল বাউল সংস্কৃতির শহর সুনামগঞ্জ জেলার শিল্প নগরীখ্যাত ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের খুরমা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা-মরহুম আইন উল্লাহ,মাতা-মরহুমা কটূজা বেগম।৩পুত্র ১কন্যা ১স্ত্রী মোট ৬সদস্য নিয়ে সংসার। চাকুরী-প্রথমে প্রাইমারী অতপর মাদ্রাসা।বর্তমানে অবসর, পারিবারিক ও সামাজিক কাজে সম্পৃক্ত। এই গুণীজন আলোকিত মানুষটি দীর্ঘদিন আমাদের মাঝে বেঁচে থাকুন এই প্রার্থনা পরম করুণাময়ের দরবারে।

লেখক কবি সাংবাদিক

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট