এম এ এইচ শাহীন::আলোকিত গুণীজন এস এম শরীয়ত উল্লাহ বহুমুখী প্রতিভার অধিকারী লেখালেখির এক বিরল দক্ষতা অর্জনে এক সফল মানুষ তিনি।নিরব ও নিভৃতে একাকী পথ চলা সাহিত্যে ও সাংস্কৃতিক চেতনার প্রতি দায়বদ্ধতার শেষ নেই।একজন আলোকিত ও আদর্শ মানুষ হিসেবে তার সু-কর্মের প্রতি শুভেচ্ছা ও ভালবাসা অফুরান। তারুণ্যের ছোঁয়ায় স্কুল জীবন থেকেই তার সংসদ। লেখালেখি শুরু। স্কুলে তার মনটা পড়ে থাকতো ক্লাসের বাইরে। তার ভালো লাগতো মানুষকে পর্যবেক্ষণ করতে। তাদের মুখ, চোখের ভাষা কিংবা বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের মুখের রং, আচরণের পরিবর্তন দেখতে! মাঝে মাঝে ভেবে অবাক হতেন; প্রাকৃতিক সুন্দর্য্যের অপরূপ লিলা নিকেতন একে অপরের প্রতি ভালবাসার নিদর্শন ক্রমান্বয়ে অংকুর থেকে বৃক্ষ বৃক্ষথেকে ফুল-ফল নীলাকাশ ছুঁয়া পাহাড়ি দৃশ্য নিয়তির ভারসাম্য রক্ষণাবেক্ষণ অবলোকনে। কী করে একটি ভয়ংকর পোকা থেকে এতো সুন্দর প্রজাপতি হয়! তার চোখ প্রায়ই জানালা গলিয়ে, মাঠ পেরিয়ে চলে যেতো দূরের গাছে ডাকা;সবুজ, হলদে, সাদা আর কালো, পাখিদের মাঝে।গল্প নাটক, গান কবিতা গজল, সমসাময়িক সব বিষয়েই লিখতে তার সবচেয়ে বেশি ভালো লাগে। তার আরো ভালো লাগে বই পড়া, ঘুরতে যাওয়া। গল্প, কবিতা লেখা, পছন্দের গান শোনা। এস এম শরীয়ত উল্লাহ তিনি সৎ সাহসী নির্লোভী সাদাসিধে জীবন যাপনে চলাফেরা করতে পছন্দ করেন। এবং কোন অন্যায়কে কখনো প্রশ্রয় দেন না তিনি অন্যায় দেখলে প্রতিবাদ করেন।তিনি লিখতে প্রচণ্ড ভালোবাসেন এবং তার লেখাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। তার লেখা বিভিন্ন দৈনিক পত্রিকার সাহিত্য সাময়িকী ও বিশেষ সংখ্যাতে প্রকাশিত হয়েছে।বাংলাদেশ টেলিভিশন এর তিনি তালিকাভুক্ত গীতিকার উপদেষ্টা -সিলেট বিভাগীয় গীতিকার সহসভাপতি সুনামগঞ্জ জেলা গীতিকার ফোরাম। প্রধান উপদেষ্টা ছাতক-দোয়ারা গীতকবি পরিষদ।পাশাপাশি বিভিন্ন সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে লেখক হিসেবে নিজের লেখা উপস্থাপন করে থাকেন। বর্তমানে বিভিন্ন অনলাইন পেইজেও নিয়মিত লিখে থাকেন। বহুমুখী প্রতিভার অধিকারী।বাংলাদেশ গীতকবি পরিষদ। সদস্য- স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি। পেশা-লেখালেখি। বিষয়-গল্প-কবিতা-সাহিত্য-ইতিহাস-উপন্যাস-নাটক-গান-গজল ইত্যাদি।গান সংখ্যা, ২০০০/ ২৫০০টি। কবিতা সংখ্যা ৪০০ টি।গজল সংখ্যা ৪৭০ টি।গণসংগীত ৫০টি। প্রকাশিত গ্রন্থ-১৩ টি। ১. দরবেশ শাহজালাল (রঃ) জীবনী।
২. হযরত শাহপরান (রঃ) জীবনী।
৩. সুফি সাধক শিতালং শাহ (সম্পাদিত)
৪. হৃদয়ে তুমি। (উপন্যাস)
৫. জলন্ত প্রেম। (উপন্যাস)
৬. মদিনার ফুল। (গজল) ৭.১ম খন্ড
৮.২য় খন্ড
৯.৩য় খন্ড
১০. প্রতিভা-সংগীত (সম্পাদিত)
১১. মাটির সারিন্দা-সংগীত (সম্পাদিত)
১২. ইসলাম সংগীত (গজল)
১৩. ঝলক। (শানে ফুলতলী) অপ্রকাশিত ৯টি।
লেখক কবি সংগঠক এস এম শরীয়ত উল্লাহ’ন পারিবারিক পরিচিতি ও দাম্পত্য জীবন তিনি আউল বাউল সংস্কৃতির শহর সুনামগঞ্জ জেলার শিল্প নগরীখ্যাত ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের খুরমা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা-মরহুম আইন উল্লাহ,মাতা-মরহুমা কটূজা বেগম।৩পুত্র ১কন্যা ১স্ত্রী মোট ৬সদস্য নিয়ে সংসার। চাকুরী-প্রথমে প্রাইমারী অতপর মাদ্রাসা।বর্তমানে অবসর, পারিবারিক ও সামাজিক কাজে সম্পৃক্ত। এই গুণীজন আলোকিত মানুষটি দীর্ঘদিন আমাদের মাঝে বেঁচে থাকুন এই প্রার্থনা পরম করুণাময়ের দরবারে।
লেখক কবি সাংবাদিক