1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন। সিলেটের জুয়ার রাজ্যে বেপরোয়া সাইফুলগংরা জুয়ারীদের কালো থাবায় তছনছ সাধারণ মানুষ, বখরা নেওয়ার অভিযোগ পুলিশ,ডিবি ও সাংবাদিকের বিরুদ্ধে জামালগঞ্জে ব্যারিস্টার লিটনের জনসভায় মানুষের ঢল, ৩১ দফা বাস্তবায়নে জোরালো আহ্বান চট্টগ্রামস্থ ফেনী জেলা আইনজীবী কল্যাণ পর্ষদ প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ আরিফ আল মাহফুজের জন্মদিনে ‘সুপার সিক্সটি’র উচ্ছ্বাস ধলই সফিউল বারী দরবার শরীফে ফাতেহায়ে ইয়াজদহম, মাসিক আলোচনা ও ফাতেহা শরীফ সম্পন্ন, নাচোলে দুই গ্রুপের সংঘর্ষে সহোদর ২ ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া হযরত বাবা ভাণ্ডারী কেবলা কাবা (ক.)’র ২৯ আশ্বিন পবিত্র খোশরোজ শরীফ সম্পন্ন

ফলোআপ চা বাগানের জমি দখল,স্টাম্পে বিক্রি ও জাল দলিলে বেপরোয়া শামীম-লিটনগং চাঁদাবাজিতে সাদ্দাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা:: দখল বাণিজ্য, স্টাম্পে বিক্রি ও চাদাবাঁজি কিছুতেই বন্ধ হচ্ছেনা সিলেট নগরীর শাহপরান থানা এলাকায়। রীতিমতো সাদা পাথর লুটপাট কান্ডের মতো এখানে সরকারী খাস ও খাদিম টি ষ্টেস্টের জমি হরিলুট চলছে। যেমন দখলবাজ- চাঁদাবাজ ভাই ভাই মিলেমিশে খাই খাই অবস্থা। যার যেরকম খুশি জাল দলিল তৈরি করে সরকারকে বিবাদী করে সরকারী সম্পদ লুটপাট,পাহার টিলা কর্তন,রাতের আধারে সরকারী গাছ কেটে নেওয়া সবই চলছে এখানে। এসবই চলছে প্রভাবশালীদের ছত্রছায়ায়।

খাদিম টি ষ্টেস্ট নামে একটি সরকারী চা বাগান রয়েছে। সেই বাগানের লীজ গ্রহিতা নীনাআফজাক রশীদ গং। তাদের বর্তমান ম্যানেজার আতিকুর রহমান আতিক। চা বাগানের জমি দখল করতে একটি অপরধী চক্র দীঘদিন থেকে জাল দলিল সহ কাগজপত্র তৈরি করে দখল বাণিজ্য করছে। এর নেতৃত্বে রয়েছে খাদিম টি ষ্টেস্ট এর সাবেক দূর্ণীতিবাজ ম্যানেজার শামীম।

শামীম- লিটনগংরা স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের নিয়ে সিন্ডিকেট করে সরকারী জমি দখল করে স্টাম্পের মাধ্যমে দেদারছে বিক্রি করছে। যেন দেখার কেউ নেই। বাগান কর্তৃপক্ষ দখলবাজ ও চাদাবাজঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেও কোন প্রতিকার পাচ্ছেননা। ফলে দখলবাজ ও চাঁদাবাজরা একত্রিতহয়ে হাজার কোটি টাকার সম্পদ লুটেপুটে খাচ্ছে। আর শামীম-লিটনগংদের বিক্রিত জমি থেকে চাঁদাবাজি করছে সাদ্দামগংরা।

উল্লেখ্য গত ২৫ সেপ্টেম্বর বুধবার “খাদিমে চা বাগানের ভূমি দখলকারীদের বিরুদ্ধে শাহপরান থানায় সাধারণ ডায়রী” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। বিস্তারিত সংবাদ নিচে দেওয়া হলো:-

সিলেট নগরীর শাহপরান থানার অন্তর্ভূক্ত খাদিম এলাকায় খাদিম টি ষ্টেস্ট নামে একটি চা বাগান রয়েছে। সেই বাগানের জমি দখল করতে একটি অপরধী চক্র দীঘদিন থেকে জাল দলিল সহ কাগজপত্র তৈরি করে দখল বাণিজ্য করছে। এর নেতৃত্বে রয়েছে খাদিল টি ষ্টেস্ট এর সাবেক দূর্ণীতিবাজ ম্যানেজার শামীম।

ঐ শামীম গত ৩০ আগস্ট সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার সময় মিলাদ আহমদ, শুকুর আলী,প্রদীপ বুনাজী ও কানাই গোয়ালা’র মাধ্যমে খাদিম টি ষ্টেস্ট এর সাইনবোর্ড সড়িয়ে ফেলার চেষ্টা করে। এসময় বাগানের পাহারাদার জালু তাদের বাধাঁ দিলে শুরু হয় বিতর্ক, একপর্যায়ে পাহারাদার জালুকে গালিগালাজ করে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি বাগানের ম্যানেজার আতিকুর রহমান আতিককে জানালে, তিনি লিজ গ্রহিতা আফজাল রশীদকে অবগত করেন, এবং তাহার পরামর্শে ৪ জনের নাম উল্লেখ করে শাহপরান থানায় গত ৩০ জুলাই আতিকুর রহমান আতিক বাগান পক্ষে বাদী হয়ে একটি সাধারণ ডায়রী দায়ের করেন। যাহার নং ১৫০০/২৫।

বিবাদীরা হলো শাহপরান থানার মোহাম্মদপুর গ্রামের আলকাছ মিয়ার পুত্র মিলাদ আহমদ (২৭), একই গ্রামের মৃত রুহুল আমিনের পুত্র শুকুর আলী (৫০), শাহপরান থানার গোয়ালগাও চামেলীবাগ গ্রামের মৃত প্রবিত্র বুনাজীর পুত্র প্রদীপ বুনাজী(৪১) এবং গোয়ালগাও চামেলীবাগ গ্রামের রাজ কুমার গোয়ালার পুত্র কানাই গোয়ালা(৪৮)।

বর্তমানে স্থানীয় একটি ক্লাবের নামে আওয়ামীলীগ নেতা সিসিক’র সাবেক৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম এর ক্যাডার হিসেবে পরিচিত মোহাম্মদপুরের আলেখ মিয়ার পুত্র সাদ্দাম বাগান কর্তৃপক্ষের কাছে চাদা দাবী করছে বলে অভিযোগ উঠেছে। তাহার বিরুদ্ধেও আইনী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিশ্বস্থ একটি সুত্র জানিয়েছে। সাদ্দাম এর বিরুদ্ধে ২০২৪ সালে ফারুক বহমদ নামে এক ব্যক্তি চাদা্ঁবাজির মামলা করেছেন বলে জানা যায়। শাহপরান থানার সি আর মামলা নং ৪২৪/২৪ইং।

উল্লেখ্য সিলেট সদর উপজেলার খাদিম নগর সিলেট সিটি কর্পোরেশন ৩৪,৩৫ ও ৩৬ নং ওয়ার্ড এলাকা দিন শাহ পরান থানা আওতাভুক্ত বহর মৌজ, জে এল নং ৭০এর অন্তর্ভুক্ত সরকারী খাস জমি। খাদিম নগর মৌজা জে এল নং ৭১ এর অন্তর্ভুক্ত দেব পুর মৌজা জে এল নং ৯৬, ৮১ এর অন্তর্ভুক্ত খাদিম টি ষ্টেস্ট।

কিন্তু পাকিস্তান সরকার জমিদারী প্রথা বতিল করে সরকারী খাস খতিয়ানে নিয়ে আসে পরবর্তীতে পাকিস্তান সরকার খাদিম টি গার্ডেনের নামে বন্দোবস্ত দেয়।

পরিচিত ছিল এবং এস এ রেকর্ড ভুক্ত হয় খাদিম চা বাগানের নামে পরবর্তী বাংলাদেশ সরকার বন্দোবস্ত লিজ দলিল মূলে দেওয়া হয় মামুনুর রশীদ চৌধুরীর নামে।

খাদিম টি ষ্টেস্ট নামে পরিচিত ঐ চা বাগানের ভূমি আনুমানিক ১৯৮৫, ইং সাল থেকে লুট পাট শুরু হয় , তখন খাদিম চা বাগানের ম্যানেজার ছিলেন শামীম নামের এক ব্যক্তি। পরবর্তীতে বিভিন্ন দলের নেতারা দল বদ্ধ হয়ে
নিজেদের ফায়দা হাসিলের উদ্দেশ্যে প্রকাশিত সরকারী খাস জমি বন্দোবস্ত লিজ দেওয়া চা বাগানের জায়গা জবর দখল লুট পাট করে বিভিন্ন দলিল সুলেনামা জাল দলিল তৈরি করে বিভিন্ন ধরনের মামলা দায়ের করে। মামলা চলাকালীন সময়ে নিজেদের নামে বস্তি এলাকা বানিয়ে দখল করে নিয়েছে। দখলীয় জমি স্টাম্পের মাধ্যমে কোন অনুমোদন ছাড়াই বিক্রি করছে। পাহাড় টিলা কেটে প্লট তৈরি করে ফাঁকা ওয়ালের বিল্ডিং টিনের ঘর বাড়ি তৈরি করা হচ্ছে এতে জড়িত রয়েছে খাদিম টি গার্ডেনের সাবেক ম্যানেজার শামীম। তাহার যুগ সাজসে উপজাতি কুলি বস্তি এলাকার বাসিন্দারা মালিক সেজে বিক্রি করছ।

শামীম তার ফায়দা হাসিলের উদ্দেশ্যে প্রকাশিত খাদিম টি গার্ডেনের জায়গা জবর দখল লুট পাট করে সাবেক জনপ্রতিনিধিদের নিয়ন্ত্রণে রাখে এবং অনুমোদন ছাড়া ৯ নং উপজাতি কুলি বস্তি এলাকার ভেতরে বিভিন্ন ধরনের এলাকা বানিয়ে দখল করে নিয়েছে।

ইসলাম পুর মেজর টিলা টেক্সস্টাইল রোড সৈয়দ পুর আলুর তল, বাগমারা, জাহান পুর, চামেলি বাগ, শ্যামলী, মোহাম্মদপুর, খাদিম পাড়া ২ নং রোডের ভেতরে জজের এরিয়ায় উত্তরে মোহাম্মদপুর ফাতেমা নগর বানিয়ে লিজ দেওয়া চা বাগানের জায়গা জবর দখল করে নিয়েছে।

সাবেক লিজ বাতিল হয়ে যাওয়ার পর ২০১২, সাল থেকে ২০৩২, সাল পর্যন্ত নিনা আফজাল রশীদ চৌধুরীর নামে আবারও বন্দোবস্ত লিজ দেওয়া হয়।

এরপর সাবেক ম্যানেজার শামীমকে বাতিল করে নতুন ম্যানেজার হিসেবে আতিকুর রহমান আতিককে নিয়োগ দেওয়া হয়।

কিন্তু বন্দোবস্ত লিজ দেওয়া চা বাগানের জায়গা জবর দখল লুট পাট এখনো চলছে। বন্ধ করা যাচ্ছেনা লুটপাট। আর এই লুটপাটে অগ্রনী ভূমিকা পালন করছে সাবেক ম্যানেজার শামীম, সাথে আছে চোকিদার ছাত্তার সহ আরো অনেক।

আতিকুর রহমান আতিক বিষয়টি বুঝতে পেরে শাহপরান থানায় অভিযোগ দিলেও থানা অভিযান চালিয়ে কাউকে আটক করতে পারেনি।

বিগগ আওয়ামীলীগ সরকার পতনের পর দখলকারীরা এখন বিএনপি নাম ব্যবহার করে তাদের দখন চালিয়ে যাচ্ছে।

বাগান কর্তৃপক্ষ লিজ গীহিতা আফজাল রশীদ চৌধুরী, ম্যানেজার আতিকুর রহমান আতিক ও বাগানের চৌকিদার জালুকে নির্দেশ দেয়া হয় বাগানের শিমানা নিয়ন্ত্রণে আনতে ও দখল বসবাস কারিদের উচ্ছেদ অভিযান চালিয়ে তাদের সড়িয়ে দিতে।

দখল বাণিজ্যে রয়েছে বাগান শ্রমিকদের মধ্যে রয়েছে প্রদিপ, নীখিল মোড়া, বীরবল মোড়া, শুকুর আলী, মিন্টু মোড়া, চিটু মোড়া, কুরেশ মোড়া, ছাত্তার চৌকিদার, মিল্লাত, ইয়াবা ব্যবসায়ী সুদের ব্যবসায়ী পারভেজ, রিয়াজ সহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট