নিজস্ব প্রতিবেদক:: সিলেটের শাহপরান থানাধীন মোহাম্মদপুর এলাকার দুই ব্যক্তির বিরুদ্ধে ফেইক ফেসবুক আয়ইডি খুলে অপপ্রচার চালাচ্ছে একটি অপরাধী চক্র।ব্যবস্থা নিতে শাহ্পরান থানায় সাধারণ ডায়রী দায়ের।
ডায়রী সুত্রে জানাযায়,শাহ্পরান থানাধীন মোহাম্মদপুর এলাকার আব্দুর রশীদ এর পুত্র জুলাই যোদ্ধা মো: রুকন মিয়ার বড়ভাই খোকন মিয়া ও একই এলাকার মাসুক আহমদ এর বিরুদ্ধে একটি চক্র মাসুক আহমদ নামে ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, এতে সামাজিক ভাবে তাদের মানসম্মানে আঘাত লাগছে।
গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ইং রাত আনুমানিক রাত ১০.০০ ঘটিকার সময় কে বা কাহারা মোবাইল বা অন্য কোন উপায়ে মো: রুকন মিয়ার ফেসবুক আইডিতে অপ প্রচার এর লিংক আসে। আইডিতে দেখা যায়, যাহার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খোলা হয়েছে, তাহার নামেও অপপ্রচার চালানো হচ্ছে এবং মানহানিকর কথাবার্তা লিখে সম্মান ধুলায় মিশিয়ে দিচ্ছে। এতে বুঝাযায় খুব কাছের পরিচিত কোন ব্যক্তি ভূমিখেকো ও চাঁদাবাজ চক্র তাদের ফায়দা হাসিলের উদ্দেিশ এই কাজ করছে।
জুলাই যোদ্ধা রুকন মিয়ার বড় ভাই খোকন মিয়া ও তার ছবি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট, কাল্পনিক কথা লিখে অপপ্রচার চালাচ্ছে এবং মানহীন কুরুচীপূর্ ভাষায় গালিগালাজ কর,হুমকি দিচ্ছে। বিষয়টি সামাজিকভাবে মান- সম্মানে আঘাত করছে। তাই তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে জুলাই যোদ্ধা রুকন মিয়া বাদী হয়ে শাহ্পরান থানায় সাধারণ ডায়রী (জিডি) দায়ের করেন। যাহার নং ১২৬৯/২৫।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত