শাবিপ্রবি প্রতিনিধি:: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন ও নতুন তিনটি নির্মাণাধীন হলের নামকরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ২৩৭তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএম সরওয়ারউদ্দিন চৌধুরী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ অনেকে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’, প্রথম ছাত্রী হলের নাম পরিবর্তন করে ‘আয়েশা সিদ্দিকা হল’ বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘ফাতিমা তুজ জাহরা হল’ রাখা হয়েছে।
অন্যদিকে, নতুন নামকরণ করা হলগুলোর মধ্যে ছেলেদের জন্য নির্মাণাধীন হলের নাম ‘গাজী বোরহান উদ্দিন হল’, মেয়েদের জন্য নির্মাণাধীন নতুন হলের নাম ‘সুমাইয়া বিনতে খুব্বাত হল’ এবং আন্তর্জাতিক স্টুডেন্টদের জন্য নির্মাণাধীন নতুন হলের নাম ‘এম সাইফুর রহমান হল’ রাখা হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘জালালাবাদ গবেষণা কেন্দ্র’ রাখা হয়েছে।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত