1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোমস্তাপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ সুরমায় সাংবাদিকের বাসায় হামলা,ভাংচুর ও লুটের ঘটনায় সিলেট সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও প্রতিবাদ দক্ষিণ সুরমায় সাংবাদিকের বাসায় হামলা, ভাঙচুর ও লুট, থানায় অভিযোগ সিলেট বিভাগের আরও ৪টি আসনে দলীয় প্রার্থীর  ঘোষণা বিএনপির এএসএমপির ছয় থানার ওসি বদল চাঁদাবাজমুক্ত ন্যায়ভিত্তিক ছাতক-দোয়ারা গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান ডাকসু ভিপি সাদিক কায়েম নাচোলে সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থীর মৃত্যুঃ ধানুয়া কামালপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জামালগঞ্জে ভোটের হাওয়া: হাতপাখা প্রতীকের প্রার্থী ডা. রফিকুলের গণসংযোগ নাচোলে ফ্রী মেডিকেল ক্যাম্প। চিকিৎসা দিবেন একদল বিশেষজ্ঞ ডাক্তার

প্রবাসী জ্যেষ্ঠ সাংবাদিক ফররুখ আহমদ চৌধুরীকে নিয়ে স্মৃতিময় কিছু কথা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

এম এ এইচ শাহীন:: সিলেটের সাংবাদিকতার উজ্জ্বল প্রতিকৃত অন্যায়ের বিরুদ্ধে জ্বলে ওঠা এক কলমী বীর। সময়ের সাথে আগামীর স্বনির্ভর জাতির মুক্ত,চিন্তক,সমাজ দেশ জাতির কল্যাণে নিবেদিত যাহার কলম কথা বলতো অন্যায় অবিচার অনিয়মের বিরুদ্ধে। জনগণের সেবায় আত্ম নিবেদিত আপনজন বিশিষ্ট সাংবাদিক ফররুখ আহমদ চৌধুরী। যিনি আপামর সিলেটবাসীর কাছে (ফখরু চৌধুরী) নামে পরিচিত সিলেটে সাংবাদিকতায় তিনি ছিলেন আপোষহীন নির্ভীক ভয় নয় সত্য প্রকাশে সবসময়ই ছিলেন সবার আগে। একজন প্রফেশনাল মানবিক মননে স্বাধীনচেতা সাংবাদিক হিসেবে তিনি প্রতিবাদে ছিলেন সরব লেখনীয় চিন্তা চেতনায় আর সততার আলোকে উজ্জীবিত। এই মহৎপ্রাণ সাদাসিধা নির্ভীক জীবনযাত্রায় নৈতিকতার অবক্ষয়ে নয়। সত্য সংবাদ অনুসন্ধানে নিজেকে সবসময়ই নিয়োজিত রাখতেন। সচ্ছল পরিবারে জন্ম নেয়া ফররুখ আহমদ চৌধুরী,মানুষের সুখ দুঃখের সাথী ও এক অবিচ্ছেদ্য অংশ। জীবন যৌবনে লেখালেখি রক্তে মিশে যাওয়া সাংবাদিকতা পেশায় যুক্তথাকা সেকালে কত কঠিনতম বাস্তবতাকে সামলিয়ে এগিয়ে যাওয়ার নামই ফররুক আহমদ চৌধুরী (ফখরু)ভাই। বস্তুনিষ্ঠ গণমাধ্যম,প্রকৃত গণতন্ত্র, মানবাধিকার, মানবতার কল্যাণে তিনি আজীবন লড়াইয়ে অবর্তীন হয়েছেন।অন্যায়ে বিরুদ্ধে তিনি ছিলেন কঠিন বজ্র হুংকার,ও প্রশাসনের চক্ষুশূলে পরিণত হয়েছে বারবার তিনি মহান আল্লাহর উপর ভরসা করে সব ষড়যন্ত্রের লেখার মাধ্যমে শক্ত জবাবে জানান দিয়েছেন।এমন কি সিলেটের ইতিহাসে আইনী লড়াইয়ের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা ছিনিয়ে আনার একমাত্র কৃতিত্ব রয়েছে যাহার তিনি গর্বের আর গৌরবের সিনিয়র সাংবাদিক ফররুখ আহমদ চৌধুরী (ফখরু) ভাই। তৎকালীন জেলা প্রশাসক তাহার লেখনীয় ক্ষমতা ও সৎ সাহসের কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হন। তাহার জীবন যৌবনে সাদামাটা চলাফেরায় কেউ থাকে পরাভূত করতে পারেনি। গবেষণা করে দেখা যায় কলম সৈনিক সাংবাদিক ফররুখ আহমদ চৌধুরী (ফখরু) আশির দশক থেকেই মহান পেশা সাংবাদিকতার সাথে সেবা ও লেখনীয় কাজে উৎপ্রোতভাবে জড়িত। একাধারে তিনি একজন সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক “সিলেট” পত্রিকার। নিবিড়ভাবে জড়িত ছিলেন নিজের হাতে গড়া,দৈনিক কাজির বাজার পত্রিকার প্রতিষ্ঠাকালীন প্রধান সম্পাদক হিসেবে ও অত্যান্ত দক্ষতা ও যোগ্যতার সাথে কাজ করেছেন। সাপ্তাহিক সিলেটের সম্পাদক প্রকাশক ফররুখ আহমদ চৌধুরী পেশাগত দায়িত্বের বাইরে তিনি প্রভাব কাটিয়ে কোন সুযোগ সুবিধা ভোগী হননি। অফার এসেছে তা অনায়াসেই ফিরিয়ে দিয়ে প্রমাণ করেছেন সৎ থাকলে আল্লাহর উপরেই ভরসা করতে হয় তিনি সকলই কিছু পূরণ করার একমাত্র মালিক।এমন কি সততার আলোকে সাংবাদিক পেশায় কাজ করতে গিয়ে তাকে কারাবরণ ও করতে হয়েছে। তৎকালীন জেলা প্রশাসকের বিরুদ্ধে হাইকোর্টে তিনি রীট করে জয়লাভ করেন। সিনিয়র সাংবাদিক ফররুখ আহমদ চৌধুরীর মুল বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় হলেও তিনি শহরের খুলিয়াপাড়ায় বেড়ে ওঠেছেন। সদা সর্বদাই তিনি হলুদ সাংবাদিকতাকে ঘৃণা করেছেন সাংবাদিকতা পেশায় আত্মনিয়োগ করে দেশ ও মানুষকে অনেক কিছু দিয়েছেন বিনিময়ে পেয়েছেন
কিছু মানবরূপী দানবের লাঞ্ছনা বঞ্চনার প্রতিচ্ছবি। সিলেটের এই কৃতী সন্তান সারাজীবন গণমানুষের জন্য লেখনীয় সংগ্রামের দিকপাল হিসেবে আমৃত্যু স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন। পৃথিবীর সুপার পাওয়ার দেশ আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করেও তিনি অসহায় সাংবাদিকদের সেবা চিকিৎসার জন্য অর্থ সহায়তা করে মানুষের সেবায় নিজেকে জড়িয়ে।মনের আনন্দে বিমোহিত হন তিনি যেন ডিজিটাল যুগের পথিকৃৎ এবং সাংবাদিকদের গৌরবের তারকা, সাহসীকতায় এক সংগ্রামী ও বিপ্লবী লেখক গুণীজন। বাক স্বাধীনতা কলমের স্বাধীনতায় তিনি চিরকাল দূর্জয় দূরন্ত কলমী বীর। তিনি বিশ্বব্যাপী করোনা কালীন সময়ে বাড়িয়ে দিয়েছেন মানবিক সাহায্যের হাত। এখনো এই কিংবদন্তি তারকা সাংবাদিক ফররুখ আহমদ চৌধুরী (ফখরু) ভাই অসহায় সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পরিশেষে নেক হায়াত ও সুস্থতা কামনা করি।

লেখক সাংবাদিক কলামিস্ট

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট