মুহাম্মদ নেজাম উদ্দিন, চট্টগ্রাম:- সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদ পরিচালিত সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদ ২০২৫ এর উদ্যোগে আয়োজিত সূর্যগিরি আশ্রমের নিয়ন্ত্রণাধীন সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মাতৃমন্দির, বিষ্ণু মন্দির, নবগ্রহ ও ত্রিনাথ মন্দিরে শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজা ২০২৫ উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠান, প্রতিযোগীতা ও আলোচনা সভার মাধ্যমে আজ মহা ষষ্ঠী পূজা অনুষ্ঠিত ও সম্পন্ন হয়।মহা ষষ্ঠী উপলক্ষে পাইন্দং ইউনিয়নের সকল গীতা স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে ১৪ টি বিভাগে ০৫ টি বিষয়ে আয়োজিত প্রতিযোগিতায় সর্বমোট ১১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডাঃ বরুন কুমার আচার্য্য এবং প্রধান অতিথি হিসাবে ফটিকছড়ি উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী মহোদয় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন এরকম অনুষ্ঠানের আয়োজনে উনি মুগ্ধ, উচ্ছ্বসিত ও আশান্বিত। এই প্রতিষ্ঠান দ্বারা ভবিষ্যতে আরো আলোকবর্তিকার প্রজ্বলন ঘটবে। প্রধান অতিথি মহোদয় অত্র মন্দিরকে পাইন্দং কেন্দ্রীয় দুর্গা মন্দির হিসাবে ঘোষণা করেন। অত্র মন্দির ও সুর্যগিরি আশ্রম সড়ক চলাচলের রাস্তাটি আর.সি.সি ঢালাইয়ের ঘোষণা দেন। উনার এই উদাত্ত ঘোষণাতে উপস্থিত সকল ভক্তপ্রাণ নরনারী বৃন্দ মাঙ্গলিক উলুধ্বনি ও করতালি প্রদান করেন।
উদ্বোধক লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য সমস্ত কিছুর জন্য মাঙ্গলিক বাক্য প্রদান করেন।অনুষ্ঠানের মুল অংশ তথা বিচার কাজ সুচারু ও প্রানবন্ত করে রাখার জন্য গীতাপাঠ বিষয়ের দায়িত্ব পালন করেন শিক্ষক টিটু কুমার মহাজন ও শিক্ষক পার্থ ঘোষ। ছড়া/কবিতা ও উপস্থিত বক্তৃতা দুই বিষয়ের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণাকলি আচার্য্য ও শিক্ষক দেবাশীষ দেব। একক সংগীত ও নৃত্য দুই বিষয়ের দায়িত্বে ছিলেন শিক্ষক অর্চ্চনা রানী আচার্য্য ও শিক্ষক প্রবীর কুমার আচার্য্য।
সকল সম্মানিত বিচারকরা অতিথির হাত হতে সম্মান সুচক ক্রেষ্ট গ্রহণ করেন এবং আগত সকল অতিথিদের পুষ্প স্তবকের মাধ্যমে বরণ করা হয়। শিক্ষাদানের সম্মাননা স্মারক স্বরূপ প্রধান অতিথির হাত থেকে গীতা স্কুলের শিক্ষক উজ্জ্বল দে, রুপনা আচার্য্য, চৈতি বনিক, মিতি বনিক ক্রেষ্ট গ্রহন করেন। অতিথি শিল্পী হিসেবে ত্রিপর্ণা মহাজন, পরম ঘোষ, নয়ন আচার্য্য সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগীশিক উপজেলা সংসদের কর্মকর্তা, ইউনিয়ন সংসদের কর্মকর্তা, গীতা স্কুলের অভিভাবকবৃন্দ, বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, দর্শনার্থী, সাংবাদিক ও বুদ্ধিজীবি সহ সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় আচার্য্য, সাধারন সম্পাদক নয়ন দাশ, সহ সভাপতি উজ্জল দেব, কুমার রতন আচার্য, সহ সম্পাদক সজীব দে, অর্থ সম্পাদক হিমেল আচার্য লালন, সহ অর্থ সম্পাদক রূপনা আচার্য, সাংগঠনিক সম্পাদক টিপলু পাল, সহসাংগঠনিক সম্পাদক অনির্বাণ আচার্য জয়, ধর্মীয় সম্পাদক তরুন কুমার আচার্য্য, সহ ধর্মীয় সম্পাদক হিমেল আচার্য, সহ সাংস্কৃতিক সম্পাদক তিসা রাণী শীল, দপ্তর সম্পাদক পার্থিবান আচার্য সুজয়, সহ দপ্তর সম্পাদক পুষ্পলতা আচার্য মহিলা সম্পাদিকা স্বপ্না চক্রবর্ত্তী মুন্নী, সহ মহিলা সম্পাদিকা শিপ্রা আচার্য, সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সহ সম্পাদক রুবেল শীল, সদস্য রণধীর শীল, শিক্ষিকা ডালিয়া মহাজন, রাজু শীল, কাজল নাথ, লিটন দাশ, অনির্বান আচার্য্য, মানিক বড়ুয়া, বিমল দাশ, সোনারাম আচার্য্য, লালু চক্রবর্তী, আকাশ শীল সহ আরো বহু গুনীজন উপস্থিত ছিলেন। বেলা ১১ ঘটিকাতে টিফিন বিরতি ও দুপুরে সবাইকে অন্নপ্রসাদে আপ্যায়ন করা হয়। অনিচ্ছাকৃত যাদের নাম বাদ পড়েছে তার জন্য ক্ষমা চেয়ে সবার সার্বিক সহযোগিতার জন্য সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদ ২০২৫ এর পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপতি বিজয় আচার্য্য।
ঈশ্বর সকলের মঙ্গল করুন।