নিজস্ব প্রতিবেদক:: নবাগত পুলিশ কমিশনার যখন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন, তখন হাত বাড়ালেই মিলছে ইয়াবা নামক মরণ নেশা। আর এই চিত্রটি এসএমপির শাহ্পরান থানার ৩২ নং ওয়ার্ডের। এখানে মঞ্জিল নামের এক বেপরোয়া ইয়াবা ব্যবসায়ী দেদারসে তার অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, অভিযোগ উঠেছে সিলেট মহানগর বিএনপি এক নেতার শেল্টারে ইয়াবা ব্যবসায়ী মঞ্জিল বেপরোয়া হয়েছে। তাহার বিক্রিত মরণ নেশা ইয়াবার ভয়াল ছোবলে ধ্বংস হচ্ছে স্থানীয় যুবসমাজ। ফলে বাড়ছে চুরি,ছিনতাই সহ নানা অপরাধ, গড়ে উঠেছে কিশোর গ্যাং। কিশোর গ্যাংয়ের বেশীরভাগ সদস্যেই ইয়াবা সেবনের সাথে জড়িত। এই কিশোর গ্যাংয়ের কারনে মেয়ে শিক্ষার্থীরা স্কুল - কলেজে যাওয়ার সময় ইভটিজিং এর শিকার হলেও কেউ সাহস করে প্রতিবাদ করতে পারছেননা। মহানগর এলাকায় পুলিশ টহল থাকলেও তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
খোজঁ নিয়ে জানা যায়,২৪ নং ওয়ার্ডের বাসিন্দা সিলেট মহানগর বিএনপির মৎস্যজীবী বিষয়ক সহ-সম্পাদক শাহীন আহমদ এর শেল্টারে মঞ্জিল তার অবৈধ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে তাদের অভিমত। মঞ্জিল নগরীর টুলটিকর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এবং লাল মাটি এলাকায় প্রতিদিন ৫শত থেকে ১ হাজার পিস ইয়াবা বিক্রি করে বলে স্থানীয়রা এই প্রতিবেদককে জানিয়েছেন। শুধু তাইনা মহানগর বিএনপির ঐ নেতাকে মঞ্জিল প্রতিদিন বড় অংকের বখরা দিচ্ছেন বলে লোক সমাজে প্রচলিত রয়েছে।
আনুমানিক ২/৩ বছর আগে শাহ্পরান থানা পুলিশ মঞ্জিলকে ইয়াবাসহ আটক করে আদালতে মামলা দিয়ে চালান করে।এরপর দীর্ঘদিন জেলখেটে বের হয়ে আবারো সেই পুরোনো ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে, যা এখন পর্যন্ত চলমান রয়েছে।
শাহীন আহমদ এর নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা রাতের বেলা চোরাইমাল বহনকারী গাড়ী আটকিয়ে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা করে আদায় করার অভিযোগও আছে।
সচেতন মহল মনে করেন পুলিশ যদি মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সোচ্চার হয় তাহলে চুরি, ছিনতাই, ইভটিজিং অনেকটা কমে আসবে। পাশাপাশি রাজনীতিবিদরা স্থানীয়দের নিয়ে অপরাধীদের বিরুদ্ধে রুখে দাড়ালে মাদকের মরণ নেশা থেকে যুবসমাজকে রক্ষা করা যাবে।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত