নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ড, শাহ পরান থানার আওতাভুক্ত বহর কলোনি রোডের পাশে সুচনা সেন্টারের লাগোয়া মির মহল্লায় দীর্ঘদিন ধরে চলছে জমজমাট ইয়াবা ও গাঁজা ব্যবসা।
স্থানীয় সূত্র জানায়, মৃত ইসলাম উদ্দীনের ছেলে নুরু মিয়া, সামাদ মিয়া, নুরু মিয়ার ছেলে রিয়াজ, সাহাবুদ্দিন (পিতা বদদুস মিয়া), ইমরান আহমদসহ আরও অনেকে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। তারা শুধু মাদক ব্যবসাই নয়, জুয়া ও তীর খেলার আসরও বসিয়ে আসছে। কয়েকবার কারাভোগের পরও পুনরায় একই কাজে লিপ্ত হয়ে পাইকারি ও খুচরা ইয়াবা বিক্রি করছে তারা।
এতে যুব সমাজ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজ ও পরিবেশের ওপর নেমে আসছে অশনি সংকেত। কিন্তু স্থানীয়দের অভিযোগ—শাহ পরান থানা পুলিশ বিষয়টি জেনেও নীরব রয়েছে, বরং নিজেদের স্বার্থ হাসিল করছে।
জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন ও অপরাধ বিচিত্রা সিলেট জেলা শাখা থেকে সিলেট মহানগর পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, অবিলম্বে এদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নিতে হবে।
মাদককে না বলুন—যুব সমাজকে রক্ষা করুন।