মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এ পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সুনামগঞ্জ-১ (তাহিরপুর–জামালগঞ্জ–ধর্মপাশা–মধ্যনগর) আসনের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান।
পথসভায় সভাপতিত্ব করেন উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কাশেম মৌলানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পথসভা জনসমুদ্রে পরিণত হয়।
পথসভায় মাহবুবুর রহমান বলেন, “আমি এমপি হতে চাই টাকা কামানোর জন্য নয়, জনগণের ভালোবাসা অর্জনের জন্য। নির্বাচিত হলে সুনামগঞ্জ-১ আসনের রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের সমস্যা সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।”
তিনি অভিযোগ করেন, তাহিরপুরের জাদুকাটা নদীতে শ্রমিকদের কাছ থেকে সরকারের নির্ধারিত সীমার চেয়ে বেশি রয়েলটি আদায় করা হচ্ছে। তিনি বলেন,
“৫ আগস্টের আগে যেখানে রয়েলটি ছিল ৫ টাকা, এখন সেখানে ২৫ টাকা আদায় করা হচ্ছে। শ্রমিকদের স্বার্থে সরকারের নির্ধারিত সীমার মধ্যে রয়েলটি আদায়ের আহ্বান জানাচ্ছি।”
মাহবুবুর রহমান আরও প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করবেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখবেন।
স্থানীয়রা জানান, পথসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দলীয় ঐক্য, নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক শক্তির প্রতিফলন ঘটিয়েছে। সভায় নদীতে চাঁদাবাজি রোধে গণজাগরণ সৃষ্টি ও তৃণমূল পর্যায়ে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে প্রচারণা জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত