এম ডি ফারুক মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চিলাই নদী থেকে ইজারা ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৪ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ এর নেতৃত্বে পরিচালিত এ অভিযান উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বালিচড়া গ্রামে, বাংলাবাজার–বোগলাবাজার সড়কের পাশে ভোলাখালী ব্রীজ সংলগ্ন এলাকায় পরিচালিত হয়।
অভিযানে ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মিলন মিয়া (২৭) ও লাল মিয়ার ছেলে ফালান মিয়া (২৫) কে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এসময় বালুভর্তি দুটি হ্যান্ড ট্রলি জব্দ করা হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় দোয়ারাবাজার থানার এসআই কৌশিক পুলিশ সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন,
“চিলাই নদীর বালিচড়া এলাকা থেকে ইজারাবহির্ভূত বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ভোলাখালী ব্রীজ তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত