ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম:- সূর্যগিরি আশ্রমের অঙ্গসংগঠন সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদ পরিচালিত পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের উদ্যোগে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে শারদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অমৃত লাল দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রদীপ সরকার, রতন কুমার দাশ, বাগীশিক উত্তর জেলা সংসদের সভাপতি লায়ন সুভাশিষ চৌধুরী, সাধারণ সম্পাদক বাসু চৌধুরী, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, সঞ্জয় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সবুজ পাল, মিলন দাশ, অসীম চৌধুরী, কান্তি চন্দ্র দে, বিজয় আচার্য্য, নয়ন দাশ, সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, সহসভাপতি ধীমান দাশ, অর্থ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, উপদেষ্টা সমীর কান্তি দাশ, মহিলা সম্পাদিকা অর্চনা রানী আচার্য, সহমহিলা সম্পাদিকা তূর্ণা আচার্য্য, সোমা শীল, পায়েল শীল, বিষ্টা শীল, স্বপ্না শীল, পুষ্পা শীল, রুবেল শীল, শিমুল পাল, সুমি পাল, প্রবোধ পাল, কৃষ্ণাকলি আচার্য্য, রূপনা আচার্য্য, সুইটি আচার্য্য, সুমি চৌধুরী, লুনা বিশ্বাস, শিপ্রাবসু মল্লিক, মৌসুমী চৌধুরী, জুঁই রায়, লীলা ভট্টাচার্য, কৃষ্ণা ভট্টাচার্য, মানিক বড়ুয়া প্রমুখ। শেষে ত্রিশ জন বিধবা নারীকে শারদ উপহার প্রদান করা হয়।