নিজস্ব প্রতিবেদক:: সিলেটের আলোচিত মূকুটহীন সম্রাট হত্যাসহ দেড় ডজন মামলার আসামী কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল ওয়াদুদ আলফু চেয়ারম্যানকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থান পুলিশ। শনিবার (৪ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার থানা সদর অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ রতন শেখ। কাজী আব্দুল ওয়াদুদ আলফু কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
ওসি রতন শেখ জানিয়েছেন গ্রেফতার আলফু চেয়ারম্যানকে নিয়ে আমরা আরো অভিযান পরিচালনা করছি। কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য এর আগে সময় টিভি বাংলা, তালাশ টেলিভিশন, জাতীয় দৈনিক বিকাল বার্তা ও চ্যানেল ২৬ ধারাবাহিকভাবে এই আলোচিত সমালোচিত মুকুটহীন সম্রাট অপরাধ জগতের রাজার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে সাহসিকতার পরিচয় দেয়। এর পর থেকে সিলেটের বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।