ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি, চট্টগ্রাম:- ফটিকছড়ি হাইদচকিয়া সূর্যগিরি আশ্রম পাইন্দং কেন্দ্রীয় দুর্গামন্দিরে শারদীয় দুর্গা উৎসব ৫দিনব্যাপী অনুষ্ঠানে শুভ বিজয়া দশমীতে পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মুখ্য আহবায়ক, অবঃ কর্নেল আজিম উল্লাহ বাহার। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিজয় আচার্য, সঞ্চালনায় ছিলেন নয়ন দাশ। স্বাগত বক্তব্য রাখেন দেবাশীষ দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সংগঠক মোহাম্মদ হাসান, কৃষ্ণাকলি আচার্য, অর্চ্চনা রানী আচার্য, প্রবীর আচার্য, শিমুল পাল, চৈতী বণিক, সুমি পাল, সুমি চৌধুরী, রুনা বিশ্বাস, বিপ্লব চৌধুরী কাঞ্চন, টিটু চৌধুরী, কুমার রতন, তরুন কুমার আচার্য কৃষ্ণ, এড. রূপনা রাণী আচার্য। এসময় পন্ডিত নিরোদলীলা গীতা বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। এসময় বক্তারা পুজার আয়োজনে সন্তোষ প্রকাশ করেন। প্রতিযোগীতার বিষয়ে বলেন, সুর্যগিরি আশ্রম পুজা উদযাপন কমিটি সব সময় নতুন কিছু করে দেখান। তিনি সবকিছুর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। প্রতিযোগীতার আয়োজক ও পুজা উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত