
স্টাফ রিপোর্টার:: কোম্পানীগঞ্জে ১৩ অক্টোবর ২০২৫ ইং তারিখে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে। কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে ইসলামিক রিলিফ বাংলাদেশের সুপ্রিম এশিয়া প্রকল্প। অনুষ্ঠান শেষে ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় বিদ্যালয়ে দুর্যোগ প্রশমন ও ঝুঁকি হ্রাস বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করা হয়।