মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি শাহানুর মিয়া (২০), পিতা-আব্দুল কাইয়ুম। তিনি জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের তেলিয়া নতুনপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৭টা ৩০ মিনিটে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পাকা রাস্তায় অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন জামালগঞ্জ থানার এসআই এম.এ. ফারুক ও এএসআই গোলাম কিবরিয়া।
অভিযান চলাকালে গ্রেফতারকৃত আসামির দেহ তল্লাশি করে মোট ২৯ (উনত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত শাহানুর মিয়ার বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত