1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন। সিলেটের জুয়ার রাজ্যে বেপরোয়া সাইফুলগংরা জুয়ারীদের কালো থাবায় তছনছ সাধারণ মানুষ, বখরা নেওয়ার অভিযোগ পুলিশ,ডিবি ও সাংবাদিকের বিরুদ্ধে জামালগঞ্জে ব্যারিস্টার লিটনের জনসভায় মানুষের ঢল, ৩১ দফা বাস্তবায়নে জোরালো আহ্বান চট্টগ্রামস্থ ফেনী জেলা আইনজীবী কল্যাণ পর্ষদ প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ আরিফ আল মাহফুজের জন্মদিনে ‘সুপার সিক্সটি’র উচ্ছ্বাস ধলই সফিউল বারী দরবার শরীফে ফাতেহায়ে ইয়াজদহম, মাসিক আলোচনা ও ফাতেহা শরীফ সম্পন্ন, নাচোলে দুই গ্রুপের সংঘর্ষে সহোদর ২ ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া হযরত বাবা ভাণ্ডারী কেবলা কাবা (ক.)’র ২৯ আশ্বিন পবিত্র খোশরোজ শরীফ সম্পন্ন

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র চাহরাম শরীফ সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি:- চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফে বিখ্যাত সুফি সম্রাট মারজাল বাহরাইন, মাজমাউল বাহরাইন, বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৭তম পবিত্র বার্ষিক ওরশের “চাহরাম শরীফ” মহান আল্লাহর জিকির, মিলাদ, কিয়াম, মোনাজাত ও তবাররুকাত পরিবেশনের মাধ্যমে গাউসিয়া হক মঞ্জিলে সম্পন্ন হয়েছে। পবিত্র ওরশের সমাপণী দিবসে দেশ-জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন গাউসিয়া হক মনজিল এর সম্মানিত সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। সুষ্ঠু, নিরাপদ এবং সুচারুভাবে ওরশ শরীফ পালনে সহযোগীতা করায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় পর্ষদ, সকল শাখা কমিটি, স্বেচ্ছাসেবক, স্থানীয় প্রশাসন, পুলিশ, আনসার, র‌্যাব ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মোনাজাতে তিনি বলেন,“ওরশ মোবারকের সমাপনী দিবসে আশেক-ভক্তরা যার যার নিজ নিজ আলয়ে ফিরে যাবেন। দয়ার আশায়, ক্ষমার আশায়, শান্তির আশায়, মুক্তির আশায় আপনার বান্দারা হাত তুলেছেন। সকলের ফরিয়াদ কবুল করুন।”
দেশ-বিদেশ থেকে বিশ্বঅলির দরবারে আসা লাখো ভক্তের সকল দ্বীনি কর্মসূচি আল্লাহর দরবারে কবুল করার ফরিয়াদ জানিয়ে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ) বলেন, “মওলা আপনার মাহবুব বিশ্বঅলি শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র দরবারে অগণিত ভক্ত-আশেক হাদীয়া-তোহফা দিয়ে রাসূল (সাঃ)’র সুন্নাহ্কে জাগরিত রেখেছে, তাদের উপস্থিতিকে কবুল করুন। চাহরাম শরীফে এন্তেজাম হওয়া তবাররুকাত সকলের জন্যে রুহানি-জিসমানি বিমারীর শেফা হিসেবে কবুল এবং সকলের গুণাহ ক্ষমা করুন।” হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.), গাউসুল আজম বিল বিরাসাত হযরত বাবা ভাণ্ডারী কেবলা আলম, কুতুবুল এরশাদ শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফানায়ে ওয়াসেল মাইজভাণ্ডারী (ক.), অছিয়ে গাউসুল আজম শাহসুফি সৈয়দ দেলাওয়ার হোসাইন মাইজভাণ্ডারী (ক.) এবং শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র নজরে-করম ফয়জে-বরকত সকলের নসীব হওয়ার জন্য তিনি রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেন । পরিবার নিয়ে শান্তির জীবন অতিবাহিত করার ফরিয়াদ জানিয়ে কেন্দ্রীয় মোনাজাতে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) বলেন, “২৬ থেকে ২৯ আশ্বিন পর্যন্ত যারা দরবারে পাকের খেদমতে নিজেদের নিবেদিত রেখেছেন, কেউ সামনে থেকে খেদমত করেছেন, কেউ পর্দার আড়ালে থেকে খেদমত করেছেন সকলের খেদমতকে কবুল করুন। চাহরাম শরীফের সমস্ত এন্তেজামকে কবুল করুন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট