ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি:- হযরত গাউছুলআজম মাইজভাণ্ডারী (ক.)’র গাউছিয়তের বাগানের অন্যতম, কুতুবুল আকতাব, ইউছুফে সানী, হযরত মাওলানা শাহসুফি সৈয়দ গোলাম রহমান মাইজভাণ্ডারী (প্রকাশ বাবা ভাণ্ডারী) কেবলা কাবা (ক.)’র পবিত্র খোশরোজ শরীফ ২৯ আশ্বিন, আওলাদে রাসূল (দ.), আওলাদে গাউছুলআজম মাইজভাণ্ডারী (ক.), জিম্মাদার, মোন্তাজেম, সাজ্জাদানশীনে দরবারে গাউছুলআজম মাইজভাণ্ডারী, মুর্শীদে বরহক, আলহাজ্ব শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম.) কর্তৃক মনোনীত মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউছুলআজম শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী (ম.) ও শাহজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী (ম.) এবং আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর যৌথ ব্যবস্থাপনায় গাউছিয়া আহমদিয়া মঞ্জিল, মাইজভাণ্ডার দরবার শরীফে যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয়। উক্ত পবিত্র খোশরোজ শরীফে আগত সকল আশেক, ভক্ত, জায়েরীনদের মালিক মওলা গাউছুলআজম মাইজভাণ্ডারী (ক.)’র রূহানী ফয়ুজাত বর্ষিত হোক।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত