মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি :: মানবতার আলোকবর্তিকা হাতে নিয়ে নিরবে কাজ করে যাওয়া এক মানুষ—আরিফ আল মাহফুজ। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সেই মানুষটিকে ঘিরেই সৃষ্টি হয় উৎসবের আমেজ। সুনামগঞ্জের জামালগঞ্জে ‘সুপার সিক্সটি’ আঞ্চলিক মানবাধিকার সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয় সংগঠনের সভাপতি, যুক্তরাজ্যপ্রবাসী সাংবাদিক ও সমাজসেবক আরিফ আল মাহফুজের জন্মদিন।
একটি সাধারণ আয়োজন হলেও ভালোবাসা, আবেগ ও মানবতার আলোয় ভরে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক তাহের আহমদ, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল ইসলাম, জামালগঞ্জ সদর ইউনিয়ন সমন্বয়ক এবাদুর রহমান, বেহেলী ইউনিয়নের টিমলিডার আবু ইউসুফ নাঈম, ভীমখালি ইউনিয়নের সদস্য আফজাল হোসেন, এবং সংগঠনের কর্মী আমির হামজা সোহাগ, শাহ আলম, সালমান শাহ, শাকিব আহমেদ প্রমুখ। সবার মুখে মুখে ছিল একটাই কথা—“আরিফ ভাই শুধু সংগঠনের সভাপতি নন, তিনি সুপার সিক্সটির প্রাণ।”
কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সন্ধ্যার এই আয়োজন পরিণত হয় এক আনন্দমুখর মিলনমেলায়। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “আরিফ আল মাহফুজ কেবল একজন নেতা নন, তিনি আমাদের অনুপ্রেরণার প্রতীক। তাঁর নেতৃত্বেই সুপার সিক্সটি মানবাধিকার ও মানবতার লড়াইয়ে নতুন দিগন্ত উন্মোচন করেছে।”
জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বইতে থাকে শুভেচ্ছার বন্যা। হাজারো মানুষের শুভেচ্ছা ও ভালোবাসায় ভেসে যায় নিউজফিড।
মানবতার সেবায় নিবেদিত আরিফ আল মাহফুজের কাজ ও চিন্তার আলো আজ ছড়িয়ে পড়েছে জামালগঞ্জ থেকে লন্ডন পর্যন্ত।
সুপার সিক্সটি পরিবার এ দিন শুধু একটি জন্মদিনই উদযাপন করেনি—বরং উদযাপন করেছে এক মানবিক প্রেরণার গল্প, যে গল্প মানুষের পাশে থাকার।