1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাই নদীর বালু উত্তোলন সিন্ডিকেটে জড়িত যাঁরা খাদেমে ত্বরিকত হযরত আব্দুস ছমদ ফকির আল মাইজভাণ্ডারী (রহঃ)’র ৩৩ তম ওরশ শরিফ সম্পন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আজিমুশশান সুন্নি সম্মেলন- ২৫ সম্পন্ন, গোয়াইনঘাট সীমান্তে চোরাচালানের সাথে আসছে অস্ত্র-মাদক সিলেটের গোয়াইনঘাটে চলছে অবৈধ বালু উত্তোলন!হুমকিতে ফসলি জমি ও বসতবাড়ি গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন। সিলেটের জুয়ার রাজ্যে বেপরোয়া সাইফুলগংরা জুয়ারীদের কালো থাবায় তছনছ সাধারণ মানুষ, বখরা নেওয়ার অভিযোগ পুলিশ,ডিবি ও সাংবাদিকের বিরুদ্ধে জামালগঞ্জে ব্যারিস্টার লিটনের জনসভায় মানুষের ঢল, ৩১ দফা বাস্তবায়নে জোরালো আহ্বান চট্টগ্রামস্থ ফেনী জেলা আইনজীবী কল্যাণ পর্ষদ প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খাদেমে ত্বরিকত হযরত আব্দুস ছমদ ফকির আল মাইজভাণ্ডারী (রহঃ)’র ৩৩ তম ওরশ শরিফ সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি:– গত ১৮ অক্টোবর ২০২৫ রোজ শনিবার উত্তর ধুরুং দায়রা শরিফ সংলগ্নে ফটিকছড়ি পৌরসভা ৯নং ওয়ার্ড উত্তর ধুরুং কে এম টেক, হযরত আব্দুস ছমদ ফকির আল মাইজভাণ্ডারীর বাড়ীতে আশেকে ভাণ্ডারী, দরবারে হক ভাণ্ডারীতে উৎসর্গীত প্রাণ, খাদেমে ত্বরিকত হযরত আব্দুস ছমদ ফকির আল-মাইজভাণ্ডারী (রহঃ)’র ৩৩তম বার্ষিক ওরশ শরিফ উদযাপন উপলক্ষে মাওলানা রবিউল হকের সঞ্চালনায় উত্তর ধুরুং দায়রা শাখার সভাপতি মোহাম্মদ আবুল হাশেম সাহেবের সভাপতিত্বে আলোচনা, মিলাদ ও জিকির মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি মাইজভাণ্ডার শরিফ শানে মাবুদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ গোলাম রব্বানী মাইজভাণ্ডারী (মঃ)। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শফিকুল ইসলাম আস সাঈদি সিলেট, মাওলানা এনামুল হক, মাওলানা তাকরিম উদ্দিন, মাওলানা আহাদুজ্জামান, কেন্দ্রীয় পর্ষদের সদস্য জনাব শাহেদ আলি চৌধুরী, আলি মওলা দরবারের মোন্তাজিম আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শাহাবুদ্দিন ফারুকী,বিশিষ্ট শিল্পপতী ও সমাজ সেবক জনাব সরওয়ার আলমগীর,অধ্যক্ষ মাওলানা আবুল কাছেম,জনাব নুরুল আলম, হযরত আব্দুল মালেক শাহ (রহঃ) ‘র বড় শাহজাদা,মাওলানা মুজিবুল হক, প্রভাষক মাওলানা রফিক উদ্দিন,জনাব হেলাল উদ্দিন,জনাব শফিউল আজম চৌধুরী,জনাব নুরুল করিম মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা দিদারুল আলম, মাওলানা মুজিবুল হক, রওজা শরিফের সম্মানিত প্রধান খাদেম মাওলানা হাবিব উল্লাহ,খাদেম মাওলানা তাজুল ইসলাম,গাউসিয়া হক মঞ্জিলের কর্মকর্তা জনাব বাবলু, জনাব আনোয়ার,কেন্দ্রীয় পর্ষদ অফিস কর্মকর্তা জনাব আলি হাসান,ডা.বরুন কুমার আচার্য বলাই,মাওলানা মুরশেদুল আলম,হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা আরমান উদ্দিন,হাফেজ মাওলানা ওসমান গণি,মাওলানা মোহাম্মদ আলি,হাফেজ মাওলানা আবু তাহের, ডা. সৈয়দ আহমদুল হক দুলু,ইঞ্জিনিয়ার মানিক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারীগন যথাক্রমে
জনাব মো: নুরুল হুদা মেম্বার, জনাব মো: আলী নেওয়াজ, জনাব ডা: মো: আনিস উদ্দিন সোহেল।
‘খ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী জনাব মো: শহিদুল্লাহ, ‘ঘ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী জনাব মাষ্টার মো: নাসির উদ্দিন।, রাঙ্গামাটিয়া শাখার সভাপতি জনাব এমদাদ হোসেন, হেলাল উদ্দিন চৌধুরী, সাইফু উদ্দিন সাওদাগর, জালাল উদ্দিন চৌধুরী,জনাব ইউসুফ,ইউনুস মাসুদ, ইসহাকুর রহমান ভুট্টু,আজম,রতন ভাণ্ডারী,মুফিজ,রাব্বি,রাশেদ, রফিক,হাসান চৌধুরী,সাকিব, জাবেদ, শাহিন চৌধুরী, তুষার, সিহাব,মিহির,রিমন,মাহিন ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর বিভিন্ন শাখা কমিটির সদস্যবৃন্দ।
মিলাদ-কিয়াম পরিচালনা করেন মাওলানা মুরশেদুল আলম।
জিকরে সেমা পরিবেশনায় ছিলেন সৈয়দ নাসির কাওয়াল,জনাব দিদার কাওয়াল,মুঈনুদ্দিন সাবিদ কাওয়াল, সৈয়দ নাজমুস সাকিব কাওয়াল,ইউসুফ কাওয়াল,মোতাহের কাওয়াল,রনি কাওয়াল,
পরিশেষে প্রত্যেক মুসলিম উম্মাহের কল্যাণে মোনাজাত পরিচালনা করেন মাইজভাণ্ডার শরিফ শানে মাবুদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ গোলাম রব্বানী মাইজভাণ্ডারী (মঃ)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট