
নিজস্ব প্রতিবেদক::
বুধবার ২১/১০/২০২৫ খ্রিঃ দুপুর দেড় ঘটিকার সময় লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই/ মোহাম্মদ আলী খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তালতলাস্থ হোটেল বিলাস আবাসিকে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ০৫ (পাঁচ) জন‘কে আটক করেন। আটককৃতরা ১। রুকুব উদ্দিন(৩০), ২। ইমরানা বেগম(২০), ৩। মোস্তফা আহমদ(৩৮),৪। আবু হানিফ(২৮), ৫। সাইদুল ইসলাম(২৫)। তাদের এসএমপি এ্যাক্ট ৭৭ ও ৮৭ মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় ।
উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে ওই হোটেলে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান পরিচালনা করলেও তারা অনৈতিক কার্যকলাপ থেকে বিরত না থাকায় হোটেলটি সিলগালা করা হয়।