নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দাবি আদায়ে সিলেটে জেলা সম্মেলন ও কাউন্সিল শুক্রবার অনুষ্টিত হবে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত সিলেট জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত গ্রাম পুলিশ সদস্যরা সম্মেলন ও কাউন্সিলকে সফল করতে ব্যস্ত সময় পাড় করছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সরকার এবং স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ঘোষিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন, গ্রাম পুলিশ সদস্যদের মৃত্যুবীমা, চাকরির স্থায়িত্ব এবং ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্টিত হতে যাচ্ছে।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত