
দক্ষিণ সুরমা সংবাদদাতা:: ২৩/১০/২০২৫ খ্রিঃ অনুমান ০১.৩০ ঘটিকায় দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ)/সুমন চক্রবর্তী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলাস্থ ক্বীনব্রীজ সংলগ্ন মেরিডিয়ান ড্রাইভিং স্কুলের সামনে হতে আসামী শামসুল ইসলাম (২৬), পিতা-আবুল বাদশা,মাতা-জামরুন নাহার বেগম, সাং-ছিনাকান্দি, রাজাপাড়া, থানা-বিসম্ভরপুর, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-নবপুষ্প-৭০, মোস্তাক মিয়ার বাসা, যতরপুর, যতরপুর জামে মসজিদের পিছনে, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট’কে ২৫ (পঁচিশ) পিস ইয়াবাসহ আটক করেন। উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৫, তাং-২৩/১০/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) টেবিলএর ১০ (ক) রুজু হয়। আসামী‘কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।