ইব্রাহিম খান ইমন,ওসমানীনগর প্রতিনিধি:: ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ফ্রান্স প্রবাসী শেখ মোহাম্মদ আনোয়ার আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি শরীফ আহমেদ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন দপ্তর সম্পাদক ইব্রাহিম খান ইমন।
এসময় উপস্থিত ছিলেন—প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, কোষাধ্যক্ষ ফয়ছল আহমদ মালিক, প্রচার সম্পাদক হাবিবুর রহমান বাবুল, সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাস, তথ্য বিষয়ক সম্পাদক ফজলু মিয়া, ওসমানীনগর থানা ডিএসবি ইনচার্জ আবু জাফর, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স গোয়ালা বাজার জোন প্রধান আব্দুল মমিন প্রমুখ।
অনুষ্ঠানে ফ্রান্স প্রবাসী শেখ মোহাম্মদ আনোয়ার আহমদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় ওসমানীনগর উন্নয়নে প্রবাসীদের অবদান, ভূমিকা এবং তাদের সামাজিক দায়িত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় এলাকার সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত