
নিজস্ব প্রতিবেদক:: জৈন্তাপুর উপজেলা প্রশাসনে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১টা ৩০ মিনিটে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা তাঁর নতুন দপ্তরে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন বিদায়ী ইউএনও জর্জ মিত্র চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। বিদায়ী ও নবীন কর্মকর্তার মধ্যে সৌহার্দ্যপূর্ণ এ আনুষ্ঠানিকতায় দপ্তরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, নতুন ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফার যোগদানের মাধ্যমে জৈন্তাপুরে সেবামুখী প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।