নিজস্ব সংবাদদাতা:: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একসঙ্গে বদল করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুস (পিপিএম- সেবা) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমানকে শাহপরাণ থানা, শাহপরাণ থানার অফিসার ইনচার্জ খান মো. মাইনুল জাকিরকে কোতোয়ালি থানা, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমানকে দক্ষিণ সুরমা থানা, জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শাহ মো. মোবাশ্বিরকে এয়ারপোর্ট থানা, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিবকে জালালাবাদ থানা এবং ইন্সপেক্টর মনির হোসেরকে মোগলাবাজার থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত