নিজস্ব প্রতিবেদক :: সিলেটের একমাত্র সরকার নিবন্ধিত গণমাধ্যম সংগঠন সিলেট সাংবাদিক ইউনিয়ন(এসইউজে) এর সদস্য দৈনিক জাগ্রত সিলেট এর সম্পাদক শেখ মোশেদ'র দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার সিলাম এলাকার বিরাহিমপুর গ্রামের বাড়ীতে গত ২ ডিসেম্বর মঙ্গলবার রাত ৯.০০ ঘটিকার সময় হামলা,ভাংচুর ও লুটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামরুল হাসান জুলহাস। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে তিনি ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।
উল্লেখ্য এর আগে ৪ ডিসেম্বর বৃহস্পতিবার এই ঘটনার সংবাদ বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়। নিচে সংবাদের কিছু লিখা হুবহু দেওয়া হলো-দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার সিলাম এলাকায় সাংবাদিকের বাসায় হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের একটি গুরুতর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের বাসিন্দা এবং দৈনিক জাগ্রত সিলেট-এর সম্পাদক শেখ মোর্শেদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত সাংবাদিক মোর্শেদের বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর, পরিবারের সদস্যদের ওপর হামলা এবং মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।
খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ হামলা, ভাঙচুর ও লুটের বেশ কিছু আলামত সংগ্রহ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত