মোঃ সুমন মিয়া, জামালপুর:: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুরে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ধানুয়া কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ্য এম রশিদুজ্জামান মিল্লাত। এ উপলক্ষে বগারচর ইউনিয়ন যুবদল বিশাল মিছিলসহকারে মাহফিল স্থলে পৌঁছায়। মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স এবং বগারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম। তারা যুবদলের শোভাযাত্রাকে সমর্থন জানান। মিছিলে নেতৃত্ব দেন বগারচর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রুমান, সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নুর আলম ইসলাম (নুর) এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহিদুল হাসান। এছাড়া ওয়ার্ড যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত