দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধি:: চাঁদাবাজমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
শুক্রবার ছাতক বাজার ট্রাফিক পয়েন্টে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানীর সমর্থনে ছাতক উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত ছাত্র-নাগরিক সমাবেশে তিনি এ আহ্বান জানান। এর আগে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন।
ভিপি সাদিক বলেন, “দিল্লি ও লন্ডনের প্রেসক্রিপশনের দিন শেষ—আগামীর দেশ হবে ইনসাফের ভিত্তিতে।” তিনি আরও বলেন, বাংলাদেশের বড় বড় আন্দোলনগুলোর সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে, আর আজকের তরুণরাই অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে নেতৃত্ব দেবে।
তিনি অভিযোগ করে বলেন, অতীতে বিভিন্ন সরকারের সময় দেশিয় সম্পদ লুট হয়েছে, খেটে-খাওয়া মানুষ প্রতারিত হয়েছে। এখন দেশে ন্যায় ও শহীদদের আদর্শের ভিত্তিতে নেতৃত্ব গড়ে তোলার সময় এসেছে।
সমাবেশে তিনি দাবি করেন, সভামঞ্চে কোনো চাঁদাবাজ বা টেন্ডারবাজ নেই এবং আগামীর ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সঠিক নেতৃত্ব নির্বাচন জরুরি। এ সময় জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানীকে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে তাকে নির্বাচিত করার আহ্বান জানান।
ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী'র সভাপতিত্বে ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী, বিশেষ অতিথি ছিলেন ডাকসু কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান, সর্বমিত্র চাকমা,সঙ্গীত শিল্পী মোহাম্মদ সালমান, সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার,মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা: আব্দুল কুদ্দুস, ইসলামি ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহিন আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন,দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা: হারুন অর রশীদ,ছাতক উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা জালাল উদ্দীন, সিলেট কোতোয়ালি থানা জামায়াতের আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ছাতক পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদসহ স্থানীয় ও কেন্দ্রীয় জামায়াত–শিবির নেতারা।
ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসাইনের সঞ্চালনায় সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত