
মোঃ সুমন মিয়া:: জামালপুরের মাইনপুর মৌজায় বসতবাড়ি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
দুপুরে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে মোঃ আমীর হোসেন ও মোঃ সোহেল রানা অভিযোগ করেন বলেন, স্থানীয় সুলতান মাহমুদ ও রাহুল আমীন নেতৃত্বাধীন একটি চক্র অস্ত্রের ভয় দেখিয়ে তাদের বৈধ জমি দখলের চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে উপস্থাপিত তপশিল অনুযায়ী জমিটি মাইনপুর মৌজার ৪৫ জেএল নম্বরে অবস্থিত। সিএস, আরএস ও বিআরএস তিন ধারাবাহিক খতিয়ানেই জমির মালিকানা তাদের নামে রয়েছে। জমির দাগ ও খতিয়ান নম্বরগুলো হলো সিএস খতিয়ান ৩০, দাগ ১০০। আরএস খতিয়ান ৬৭, দাগ ১২০।বিআরএস খতিয়ান ০৭, দাগ ১২৬।এ ছাড়া বিডিএস খতিয়ান ৯৭ ও ৯৮ এর দাগ ২৭৯ ও ২৭৭ নম্বরেও আরো জমি উল্লেখ রয়েছে। মোট জমির পরিমাণ প্রায় ৭ দশমিক ৩৭ শতাংশ। ভুক্তভোগী মোছাঃ ঝর্ণা বেগম অভিযোগ করে বলেন, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও দখলচক্র বারবার হামলা ও ভয়ভীতি প্রদর্শন করছে। যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় রয়েছে তারা। এ অবস্থায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।