
মিজানুর রহমান,(দক্ষিণ সুরমা)প্রতিনিধিঃ সিলেটের দক্ষিণ সুরমায় বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৪.০০ ঘটিকার সময় সিলাম ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাসির আলী খান এর আয়োজনে দক্ষিণ সুরমা উপজেলার বিরাহীমপুর গ্রামের খান বাড়ীতে পারিবারিকভাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই বাড়ীটি ডা: জোবায়দা রহমান এর পৈতৃক বাড়ী। অর্থ্যাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শশুরবাড়ী। নাসির আলী খান ডা: জোবায়দা রহমান এর চাচাত ভাই।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী গণমানুষের নেতা বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম। এসময় তিনি বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আহবান জানান। তিনি আরো বলেন আমাদের দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া অত্যান্ত সংকটাপন্ন অবস্থায় আছেন।বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বর্হিবিশ্বে বাংলাদেশের সুনাম অর্জন করেছিলেন। তিনি খালেদা জিয়ার এই অবস্থার জন্য বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারকে দায়ী করে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীসহ সর্বস্তরের মানুষের নিকট দোয়া চান।
পরে উপস্থিত সকলেই দেশমাতা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন নামর আলী, কামরুজ্জামান কামরান স্পেন প্রবাসি,মো: তাজিদুর রহমান তাজুল, শাহ লাহিন অলি রাজ, তাজুল ইসলাম তাজুল, জাকের, পাকি মিয়া প্রমূখ।