
ইমাম হোসেন, ধর্মপাশা প্রতিনিধি:: ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণে ৫ ডিসেম্বর, ২০২৫ ইং রোজ শুক্রবার রাজাপুর গ্রামে রাজাপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এর ভিত্তি প্রস্থর করেন সুনামগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া মহোদয়। এছাড়া সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন এডিসি ( রাজস্ব)
জনাব সমর কুমার পাল মহোদয়, এডিসি( জেনারেল) আয়েশা আক্তার মহোদয়, নির্বাহী প্রকৌশলী ( পানি উন্নয়ন বোর্ড) জনাব মোঃ মামুন হাওলাদার মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার জনাব জনি রায় মহোদয়, সহকারী কমিশনার ভূমি জনাব সঞ্জয় ঘোষ সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ সহ এলাকার জনগণ। প্রত্যন্ত ও রিমোট এরিয়া শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সরকারের এই উদ্যোগ। রাজাপুর গ্রাম থেকে ধর্মপাশা সদর উপজেলার সাথে সরাসরি কোন যোগাযোগ ব্যবস্থা না থাকায় এই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি প্রত্যন্ত এলাকায় শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।