
মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার ;-সিলেটের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর ৩২তম বোর্ড সভায় অনুমোদিত অসুস্থ ও দুর্ঘটনা আক্রান্ত শ্রমিক ও তাদের পরিবারকে সহায়তায় চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সিলেট এর উদ্যোগে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সিলেট এর উপমহাপরিদর্শক জনাব শিপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মোট ৪৩ টি অনুদানযোগ্য চেকের মাধ্যমে মোট ১২ লাখ ৯৫ হাজার টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক প্রাপ্ত অর্থের সুচিন্তিত ব্যবহার নিশ্চিতে অনুদানপ্রত্যাশীদের আহবান জানান। এছাড়াও উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শ্রমজীবীদের সমস্যা নিরূপন ও সমাধান এবং তাদের সহায়তায় সর্বদা প্রস্তুত থাকতে সংশ্লিষ্ট দপ্তর সমূহকে নির্দেশনা প্রদান করেন।