1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারে দুর্নীতি বিরোধী দিবস উদযাপন দুটি চ্যালেঞ্জ- সাইবার অপরাধ ও কিশোর গ্যাং: সিলেটের নবাগত পুলিশ সুপার আখতার উল আলম ‘ অসুস্থ ও দুর্ঘটনা আক্রান্ত শ্রমিকদের চেক বিতরণ সম্পন্ন,, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক/ কৃষণী প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আত্মত্যাগী বিএনপির কর্মী ফরহাদ আহমেদ জামালপুর শহরের মাইনপুর বসতবাড়ি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সাংবাদিক সম্মেলন নিন্মতম আয়ের মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্প সিলেটের দক্ষিণ সুরমায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধর্মপাশার ফাতেমানগরে অসামাজিক আসর ভাঙলো পুলিশ, নারী-পুরুষসহ আটক-৪ সুখাই রাজাপুরে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন

মৌলভীবাজারে দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

স্মরন সিং, জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ মৌলভীবাজারে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও বেসরকারি সংগঠণ সংস্থার উদ্দ্যোগে নানান কর্মসূচী উদযাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয়” দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” ব্যানারে মানববন্ধন ও আলোচনা সভা করেন জেলা প্রশাসক কার্যালয়ে দূর্নীতি দমন কমিশন সম্মিলিত জেলা কার্যালয় হবিগঞ্জ। জেলার মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা সম্মিলিতভাবে দিবস উদযাপন ও মানববন্ধনে অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক কার্যালয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, মহিলা বিষয়ক প্রতিনিধিত্বকারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্টানের প্রতিনিধিত্বকারী, বেসরকারি সংস্থার প্রতিনিধিত্বকারি, আইনজীবী, সাংবাদিক, স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ, ইমাম ও মুয়াজ্জিন প্রতিনিধি, ছাত্রযুব প্রতিনিধিত্বকারী, বিএনসিসি ও ক্যাডেট প্রতিনিধি সহ প্রমূখ উপস্থিত ছিলেন। কমলগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসন, স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ দিবস উদযাপন করেছেন।

১৯৯৮ সাল থেকে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম দুর্নীতিবাজদের বিরুদ্ধে গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে সিলেট,মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় ৯ ডিসেম্বর মৌলভীবাজার শহর চৌমূহনা পয়েন্টে পথসভা আয়োজন করেন।

“উচ্চ পর্যায়ে দূর্নীতি বন্ধ হলে, দেশে দূর্নীতি কমবে ” সংগঠনের শ্লোগানে ও “দূর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে মানবিক মর্যাদা বৃদ্ধি” এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন- দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার সভাপতি আলহাজ্ব এড.মাহবুবুল আলম শামীম। দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মশাহিদ আহমদ ও সাংগাঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার এর যৌথ সঞ্চলনায় আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন- দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সাংবাদিক দুরুদ আহমদ, সহ-সভাপতি শেখ ফয়েজ আলী, সহ-সভাপতি সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সামাজিক ব্যাক্তিত্ব সৈয়দ আবুল কালাম আজাদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি জোসেফ আলী চৌধুরী, তাওহীদ ইসলাম দাবা একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক তাওহীদ ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাব এর সহ-সভাপতি পিন্টু দেবনাথ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) মঈনুল হক, সাংবাদিক মোনায়েম খান, সাংবাদিক আব্দুল বাছিত খান, সাংবাদিক আব্দুল মুকিদ, সাংবাদিক ফরিদুল ইসলাম ফৈরাজ, সাংবাদিক নাসরিন প্রিয়া, সাংবাদিক শাহ ফজলুর রহমান, সাংবাদিক জাহেদুল ইসলাম পাপ্পু, সাংবাদিক সায়েক আহমদ, দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সভাপতি ইকবাল হোসেন পাবেল, সোহেল হাকিম, আব্দুল কাইয়ুম সুলতান,সৈয়দ শায়েক আহমদ, আবু তালেব চৌধুরী, মানবাধিকারকর্মী রুমি বেগমসহ প্রমুখ।

বক্তারা বলেন শক্তিশালী ন্যায়পাল গঠনের পাশাপাশি রাষ্ট্রের শীর্ষ থেকে সকলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সরকারী হাসপাতালে সুচিকিৎসা নিশ্চিত করা, বিশেষজ্ঞ ডাক্তারের ফিস কমানো। খাদ্য দ্রব্যসহ বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রন করতে শক্তিশালী কমিশন গঠন, জনবান্ধব পুলিশ করার লক্ষ্যে স্বাধীন পুলিশ গঠন করাসহ একাধিক দাবি তুলে ধরেন আন্তর্জাতিক দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখা।
উক্ত পথসভায় দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখা, দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম, দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ছাত্র ফোরাম এর সদস্যবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট