মোঃ সুমন মিয়া:: সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন সরকারের বিরুদ্ধে ভিজিডি কার্ড ও সরকারি চাল আত্মসাতের অভিযোগ তুলেছে কার্ডধারীরা।
১০ ডিসেম্বর বুধবার বিকেলে মহাদান ইউনিয়ন পরিষদের সামনে ২৭ জন ভুক্তভোগী নারী কার্ডধারী ব্যানারে অংশ নিয়ে মানব্বন্ধন এ অভিযোগ করে বলেন যে,লটারির মাধ্যমে তাদের প্রাপ্য ভিজিডি কার্ড ও চার মাসের বকেয়া চাল তারা পাননি।
ভুক্তভোগীরা জানান, তারা অনলাইনের মাধ্যমে ভিজিডি কার্ডের জন্য আবেদন করেছিলেন এবং লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন। সরকারি তালিকাতে তাদের নাম থাকা সত্ত্বেও কার্ড বা চাল দেওয়া হয়নি, যা তাদের মানবেতর পরিস্থিতির মধ্যে ফেলেছে।
উপস্থিত নারী কার্ডধারীরা হলেন, করগ্রামের রোজিনা বেগম, চায়না বেগম, শাহিদা বেগম, উর্মি বেগম, বিলবালিয়া গ্রামের বিলকিস বেগম, আঞ্জু প্রমুখ। তারা অভিযোগ করে বলেন, “আমরা নিয়ম মেনে নির্বাচিত হয়েছি। তারপরও আমাদের কার্ড আটকে রাখা হয়েছে এবং বকেয়া চাল দেওয়া হয়নি। আমরা চাই আমাদের প্রাপ্য কার্ড ও চার মাসের চাল অবিলম্বে প্রদান করা হোক।”
কার্ডধারীরা আরও বলেন,আমরা প্রশাসন ও উচ্চতর কর্তৃপক্ষের কাছে ন্যায়ের প্রত্যাশা করি। যারা এই দুর্নীতিতে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
মহাদান ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রহিম সাংবাদিকদের জানান, “ভিজিডি কার্ড বা চাল বিতরণের কাজ আমার দায়িত্ব নয়। এসব দায়িত্ব প্রশাসক ও ইউপি সদস্যরা দেখেন।”
মহাদান ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন সরকার সাংবাদিকদের বলেন, “আমি বর্তমানে ট্রেনিংয়ে আছি। ইউনিয়নের সমস্ত কাজ আমি ইউপি সদস্যদের সঙ্গে সমন্বয় করে করি।অভিযোগ থাকলে এর দায়ভার মূলত ইউপি সদস্যদের। তবে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেব।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত