
অনলাইন ডেক্স:: বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল এর সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধির লক্ষ্যে বিভাগীয় টিম গঠনের ধারাবাহিকতায় রংপুর বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। এতে ঠাকুরগাঁও যুবদলের সাবেক নেতা মোঃ হাসিবুল ইসলামকে প্রধান সমন্বয়কারী করে সাত সদস্যের রংপুর বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ সিরাজুল মনির ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম টিটু গত ১২ই ডিসেম্বর রংপুর বিভাগীয় সাংগঠনিক টিমের অনুমোদন প্রদান করেন। জাতীয়তাবাদী গণজাগরণ দলের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলামের সুপারিশ ক্রমে এতে প্রভাষক মোঃ আবু সাঈদ, মোহাম্মদ আব্দুর রাজ্জাক বাপ্পি, ফরিদুল ইসলাম উকিল, মোঃ হাসান আলী, মোঃ রিপন ইসলাম ও মোঃ সিদ্দিক রহমানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। উক্ত বিভাগীয় টিম রংপুর বিভাগের জেলা এবং উপজেলা সমূহে বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের সাংগঠনিক কমিটি গঠনে যথাযথ ভূমিকা রাখবেন।