
এম ডি ফারুক মিয়া,দোয়ারাবাজার :: দোয়ারাবাজার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাস্টারের মোবাইল নম্বর হ্যাক করে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম আইডি থেকে অনাকাঙ্ক্ষিত স্ট্যাটাস দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে তাঁর আইডি থেকে “মনোনয়ন নির্বাচনে ভুল সিদ্ধান্তের কারণে সুনামগঞ্জের ৪টি আসনই হারানোর পথে।” এই স্ট্যাটাস প্রকাশিত হলে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে কিছুক্ষণ পর সেই স্ট্যাটাসটি আইডিতে আর খুঁজে পাওয়া যায়নি।
পরে শুক্রবার রাতেই আরও একটি স্ট্যাটাস প্রকাশ করা হয়,”আমার (মোবাইল নাম্বার)ফেসবুক আইডি হ্যাক করে কে বা কাহারা আমার আইডি ব্যবহার করে অনাক্ষাংকিত স্ট্যাটাস দেওয়া হয়েছে। এই পোেস্ট আমি দেইনি। এই পোস্টের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।”
এ বিষয়ে আব্দুল মানিক মাস্টার জানান,প্রকাশিত সকালের স্ট্যাটাস তিনি নিজে দেননি। তিনি বলেন, “আমার মোবাইল নম্বর হ্যাক করে কে বা কারা বিভ্রান্তিমূলক পোস্ট দিয়েছে, তা এখনও পরিষ্কার নয়। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমি সংশ্লিষ্টদের অবহিত করেছি। সবাইকে অনুরোধ করছি—এ ধরনের ভুয়া বা মনগড়া পোস্টে বিভ্রান্ত না হতে।”
ঘটনায় তিনি বিব্রত ও উদ্বিগ্ন বলে জানান। পাশাপাশি তিনি এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও উল্লেখ করেন।