1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
ধানের শীষ নির্বাচিত হলে ঘরে-ঘরে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে’ —- বগুলাবাজারে কলিম উদ্দিন আহমেদ মিলন নাচোলে উৎসব মুখর পরিবেশে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন বিজয়ের উল্লাসে Promo বার্ষিক ফলাফল বুঝে পেলো আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীরা জামালগঞ্জে প্রেসক্লাবকে ‘ফিল্মি নাটক’ সাজিয়ে বিতর্কিত করার অপচেষ্টা সূর্যোদয়ের সঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা, দিনব্যাপী আয়োজনে জামালগঞ্জে বিজয় দিবস উদযাপন আমার বাংলাদেশ পার্টি জেলা ও উপজেলা কমিটিতে যোগদান অনুষ্ঠান মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা গাছবাড়ীতে জামায়াতে ইসলামির বিশাল বর্ণাঢ্য র‌্যালী ও পথ সভা অনুষ্ঠিত সিলেট তামাবিল সড়কের চোরাচালান সিন্ডিকেটের মুল হোতা গ্রেফতার চা শ্রমিক নির্বাচন ও ভোটারধীকার দাবীতে মানববন্ধন

ধানের শীষ নির্বাচিত হলে ঘরে-ঘরে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে’ —- বগুলাবাজারে কলিম উদ্দিন আহমেদ মিলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

এম ডি ফারুক মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতক-দোয়ারাবাজার আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন—আগামী জাতীয় নির্বাচনে যদি বিএনপির প্রার্থীর প্রতি জনগণের আস্থা ও ভোট পড়ে এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী নির্বাচিত হন, তাহলে ছাতক ও দোয়ারাবাজারে ঘরে-ঘরে ফ্যামিলি কার্ড তৈরি করে দেওয়া হবে। এই সেবা কার্যকর হলে পরিবারভিত্তিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করবে।

মিলন তার বক্তৃতায় আরও বলেন, বর্তমান কঠিন অর্থনৈতিক সময়ে সাধারণ মানুষের প্রাত্যহিক প্রয়োজন মেটাতে সুনির্দিষ্ট ও প্রতিক্রিয়াশীল সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন। তিনি জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নিয়মিত আর্থিক বা খাদ্য সহায়তা প্রদানের ব্যবস্থা নেয়া হবে—এমনকি অনেকে সামাজিক মাধ্যম ও স্থানীয় প্রচারণায় উল্লেখ করছেন যে এর পরিধিতে প্রতি পরিবারের জন্য মাসিক নির্দিষ্ট অনুদান বা সমপরিমাণ খাদ্য সহায়তা রাখার পরিকল্পনা রয়েছে।

বক্তব্যকালে মিলন নির্বাচনী ইস্যু ও স্থানীয় উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা করেন। তিনি আশ্বাস দেন যে নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে জোরদার কাজ করা হবে—বিশেষত ছাতক-দোয়ারাবাজার রাস্তাঘাট, বন্যা নিরোধ ও কৃষি সেচ সংক্রান্ত প্রকল্পে অগ্রাধিকার দেয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্র উদ্যোগকে সমর্থন করে অর্থনৈতিক পুনর্গঠন সম্ভব।

বুধবার বিকেলে উপজেলার বোগলাবাজার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় কলিম উদ্দিন আহমেদ মিলন উপরোক্ত কথা বলেছেন।

জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শফিকুল আলম সালেক’র সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুল আলম এবং উপজেলা ছাত্রদলের সদস্য জহিরুল ইসলাম সানি’ র যৌথ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল হক নমু, জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এমএ বারী, উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খসরু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাস্টার সবির আহমদ।

অনুষ্ঠানে উপজেলা ও বোগলাবাজার ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট