
মোঃ সুমন মিয়া, জামালপুর:: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে জামালপুরে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক। তিনি মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বীর শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মুহা: হাবিবুর রহমান এবং জামালপুর মুক্তিযোদ্ধা সংসদ সদর কমান্ডের আহ্বায়ক খন্দকার জালাল উদ্দিন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার, সিভিল সার্জন ডা: মোঃ আজিজুল হক, সিনিয়র তথ্য অফিসার জালাল উদ্দিন এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহমেদ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, মুক্তিযোদ্ধা পরিবারগুলোর সম্মান ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।