1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসার অভাবে শিশুর মৃত্যু, বিক্ষোভ প্রতিবাদ মিছিল বগুলাবাজার ইউনিয়ন যুবদল সভাপতির নেতৃত্বে মসজিদ ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের বিচারের দাবিতে মানববন্ধন, দোষীদের শাস্তির আহ্বান দোয়ারাবাজারে জমি বিরোধ: আদালতের আদেশ উপেক্ষার অভিযোগ সুনামগঞ্জ–১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ডা. রফিকুল ইসলামের মনোনয়নপত্র সংগ্রহ নাচোলে কৃষকদের মাঝে প্রনোদনার সার ও বীজ উপকরণ বিতরণ চ্যানেল এস টেলিভিশনের ২১তম জন্মদিনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অংশগ্রহণ ধানের শীষ নির্বাচিত হলে ঘরে-ঘরে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে’ —- বগুলাবাজারে কলিম উদ্দিন আহমেদ মিলন নাচোলে উৎসব মুখর পরিবেশে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন বিজয়ের উল্লাসে Promo বার্ষিক ফলাফল বুঝে পেলো আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীরা জামালগঞ্জে প্রেসক্লাবকে ‘ফিল্মি নাটক’ সাজিয়ে বিতর্কিত করার অপচেষ্টা

বগুলাবাজার ইউনিয়ন যুবদল সভাপতির নেতৃত্বে মসজিদ ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের বিচারের দাবিতে মানববন্ধন, দোষীদের শাস্তির আহ্বান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নে ইউনিয়ন যুবদল সভাপতির নেতৃত্বে একটি মসজিদসহ একাধিক বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বোগলাবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি বালুচর গ্রামের মর্তুজ আলীর ছেলে হারুনুর রশিদের কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে এলাকাবাসী অতিষ্ঠ। এরই ধারাবাহিকতায় শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে বোগলাবাজার ইউনিয়নের সোনাচুরা গ্রামে তার নেতৃত্বে একদল লোক অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা একটি মসজিদসহ একাধিক বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং ঘরে থাকা মূল্যবান মালামাল লুটপাট করে। এ সময় হামলা প্রতিরোধ করতে গেলে নারীসহ বেশ কয়েকজন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন মোল্লাপাড়া গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে সাবেক সেনা সদস্য তাইজ উদ্দিন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র হার্মাফিজ আহমদ তানিম, নোয়াগাঁও গ্রামের জালাল উদ্দিনের ছেলে শাহ আলমসহ আরও কয়েকজন। আহতরা বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে বোগলাবাজার ইউনিয়নের সোনাচুরা গ্রামে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, বোগলাবাজার ইউনিয়ন বিএনপি নেতা বাবুল মেম্বার, জয়নাল আবেদীন, আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মজিদ, উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, যুবদল নেতা খুরশেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান অনিক, বেলায়েত হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য জহিরুল ইসলাম সানি, বোগলাবাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফারুক মিয়া, সোনাচুরা মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম এবং ভাঙচুরকৃত বাড়ির মালিক ছিদ্দিক আলম।

বক্তারা বলেন, পরিকল্পিতভাবে একটি মসজিদ ও নিরীহ মানুষের বাড়িঘরে হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত ন্যক্কারজনক ও ঘৃণ্য অপরাধ। তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও মসজিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত যুবদল সভাপতি দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও নানা অপকর্ম চালিয়ে আসছেন। এসব কারণে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছে না বলেও মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন।

এ বিষয়ে অভিযুক্ত হারুনুর রশিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা যুবদলের সদস্য সচিব জামাল উদ্দিন বলেন,
“দলীয় পদ ব্যবহার করে কোনো ধরনের অপরাধ সংঘটিত করা দলীয় আদর্শের পরিপন্থী। ঘটনার সত্যতা পাওয়া গেলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উপজেলা যুবদলের আহ্বায়ক মাধব রায় বলেন,
“দলীয় পরিচয় ব্যবহার করে সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা কোনো অনৈতিক কাজ করার সুযোগ নেই।”

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, “ঘটনার বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে ক্ষতিগ্রস্ত মসজিদ কমিটির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ এক যৌথ বক্তব্যে বলেন,
“আমাদের মসজিদে পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সমাজবাসীর কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট