1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন। সিলেটের জুয়ার রাজ্যে বেপরোয়া সাইফুলগংরা জুয়ারীদের কালো থাবায় তছনছ সাধারণ মানুষ, বখরা নেওয়ার অভিযোগ পুলিশ,ডিবি ও সাংবাদিকের বিরুদ্ধে জামালগঞ্জে ব্যারিস্টার লিটনের জনসভায় মানুষের ঢল, ৩১ দফা বাস্তবায়নে জোরালো আহ্বান চট্টগ্রামস্থ ফেনী জেলা আইনজীবী কল্যাণ পর্ষদ প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ আরিফ আল মাহফুজের জন্মদিনে ‘সুপার সিক্সটি’র উচ্ছ্বাস ধলই সফিউল বারী দরবার শরীফে ফাতেহায়ে ইয়াজদহম, মাসিক আলোচনা ও ফাতেহা শরীফ সম্পন্ন, নাচোলে দুই গ্রুপের সংঘর্ষে সহোদর ২ ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া হযরত বাবা ভাণ্ডারী কেবলা কাবা (ক.)’র ২৯ আশ্বিন পবিত্র খোশরোজ শরীফ সম্পন্ন

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩টি দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি কোটি টাকার বেশি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ফারুক মিয়ার দোকানে থাকা ১৪ বছরের কিশোর ফারদিন দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) ভোরে উপজেলার সাচনা বাজারের সিএন্ডবি রোডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ীদের মতে, মশার কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়, যা দোকানে থাকা পেট্রোলের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে।
প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিকান্ডের খবর পেয়ে প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পরে সুনামগঞ্জ ও জামালগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

১৩টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত এই অগ্নিকান্ডে মো: জাফর মিয়া, সিদ্দিক আলী, মো: ফারুক মিয়া, আলামিন মিয়া, নিখিল সরকার, দিলোয়ার মিয়া, জুয়েল আহমদ, মানিক মিয়া, সনজিদ দে, মো: হারুন মিয়া, আঃ রহিম, রিংকু রায় ও সুরঞ্জন সরকারের মালিকানাধীন স্যানেটারি, মুদিমাল, মোবাইল, কনফেকশনারি, মিষ্টির দোকান ও সেলুন সম্পূর্ণ পুড়ে গেছে। দোকানগুলোর নগদ টাকা, ফ্রিজ, মোবাইল, আসবাবপত্রসহ সব কিছু ধ্বংস হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত এক দোকান মালিক বলেন, “জামালগঞ্জে ফায়ার সার্ভিস থাকলেও নদীর ওপারে থাকায় আমরা এর সুফল পাই না। জেলার সবচেয়ে পুরোনো বাজার সাচনা বাজারে কয়েক বছর পরপরই বড় অগ্নিকন্ড ঘটে। ২০ কিলোমিটার দূর থেকে ফায়ার সার্ভিস আসতে আসতে সব কিছু পুড়ে যায়।”

জামালগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার উত্তম কুমার সরকার জানান, “সুনামগঞ্জ থেকে একটি টিম ঘটনাস্থলে গিয়ে আমাদের সহযোগিতা চাইলে আমরা নদী পার হয়ে সেখানে যাই এবং দুটি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি কিশোর দগ্ধ হয়েছে, যা খুবই দুঃখজনক। এ বিষয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।”

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর জানান, “ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশনা পেলেই দ্রুত সহায়তা দেওয়া হবে।”

এই অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিপূরণ ও জামালগঞ্জে কার্যকর ফায়ার সার্ভিস ইউনিট স্থাপনের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট