1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন। সিলেটের জুয়ার রাজ্যে বেপরোয়া সাইফুলগংরা জুয়ারীদের কালো থাবায় তছনছ সাধারণ মানুষ, বখরা নেওয়ার অভিযোগ পুলিশ,ডিবি ও সাংবাদিকের বিরুদ্ধে জামালগঞ্জে ব্যারিস্টার লিটনের জনসভায় মানুষের ঢল, ৩১ দফা বাস্তবায়নে জোরালো আহ্বান চট্টগ্রামস্থ ফেনী জেলা আইনজীবী কল্যাণ পর্ষদ প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ আরিফ আল মাহফুজের জন্মদিনে ‘সুপার সিক্সটি’র উচ্ছ্বাস ধলই সফিউল বারী দরবার শরীফে ফাতেহায়ে ইয়াজদহম, মাসিক আলোচনা ও ফাতেহা শরীফ সম্পন্ন, নাচোলে দুই গ্রুপের সংঘর্ষে সহোদর ২ ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া হযরত বাবা ভাণ্ডারী কেবলা কাবা (ক.)’র ২৯ আশ্বিন পবিত্র খোশরোজ শরীফ সম্পন্ন

পিরিজপুরে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠেছে নয়ন গাজী নামের এক ব্যক্তির বিরুদ্ধে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

উজ্জ্বল দাস, বরিশাল:: পিরোজপুরে নেছারাবাদ উপজেলার সমুদয় কাটি ইউনিয়নের মৈশানি গ্রামে পাঁচ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় ননী গোপাল সরকার (৮৫) ও তার ছেলে শম্ভু সরকারকে (৪২) রড দিয়ে বেদম পেটানোর অভিযোগ পাওয়া গেছে নয়ন গাজী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। নয়ন গাজী একই গ্রামের মৃত হাফিজুর রহমান গাজীর ছেলে।

রবিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৈশানি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তাদের মধ্যে ছেলে শম্ভু সরকারের অবস্থা গুরুতর। এখন হাসপাতালে ভর্তি নিয়ে তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ লিমা আক্তার বলেন, আহত শম্ভু সরকারের অবস্থা বেশ গুরুতর। তিনি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত পেয়েছেন।

ননী গোপাল সরকারের মেয়ে খুকু রানী দাস বলেন, নয়ন গাজী কয়েকদিন যাবত আমার বাবার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা চেয়ে আসছে। কিন্তু ভয়ে এই বিষয়ে কারো সাথে শেয়ার করিনি। তাছাড়া আমাদের কাছে নগদ কোন টাকা পয়সা নেই বলে জোর করে জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিল। আজকে সকালেও একাধিকবার টাকা অথবা জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিলেন, দিতে রাজি না হলে রড দিয়ে আমার ভাইয়ের (শম্ভু সরকার) শরীরে এলোপাথাড়ি পিটিয়েছেন। কেন আমরা নির্যাতনের শিকার হবো! আমরা সংখ্যালঘু তাই? বলেন খুকুমনি।

চিকিৎসাধীন ননী গোপাল সরকার বলেন, আমি শেখেরহাট বাজারে গিয়েছিলাম নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা করতে। এ সময় আমার ছেলেকে পিটাচ্ছে শুনে বাড়িতে আসলে আমাকেও বেদম মেরেছে নয়ন গাজী। আমি অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলাম। এখন বৃদ্ধ জনিত কারণে কোন কাজ করতে পারছি না। আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করছিল দীর্ঘদিন ধরে। আমার ব্যাংকে ও নগদ কোন টাকা নেই। আমি এর বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত নয়ন গাজী মুঠোফোনে বলেন, ননী গোপাল সরকারের সাথে জাগা জমি নিয়ে দ্বন্দ্ব আছে। আমি ওই পরিবারের কাছে সাড়ে ৬১ শতাংশ জমি পাই। কোর্টে মামলা চলমান। আজ সকালে ওই জায়গায় গাছের বেপারী এনে গাছ বিক্রি করতে ছিল। আমি বাধা দিলে তাদের সাথে দস্তা দস্তি হয়। রড দিয়ে পিটানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখানে রড দিয়ে পিটানো হয়নি চিকন ধরনের কোন কঞ্চি দিয়ে নিজেকে আত্মরক্ষার জন্য দুই একটি পিটান লাগতে পারে।

এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, এ ঘটনা শুনেছি। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনিব্যবস্থা নেওয়া হবে। মামলা হয়েছে, তদন্ত করে বিচার করুন প্লিজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট