1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন। সিলেটের জুয়ার রাজ্যে বেপরোয়া সাইফুলগংরা জুয়ারীদের কালো থাবায় তছনছ সাধারণ মানুষ, বখরা নেওয়ার অভিযোগ পুলিশ,ডিবি ও সাংবাদিকের বিরুদ্ধে জামালগঞ্জে ব্যারিস্টার লিটনের জনসভায় মানুষের ঢল, ৩১ দফা বাস্তবায়নে জোরালো আহ্বান চট্টগ্রামস্থ ফেনী জেলা আইনজীবী কল্যাণ পর্ষদ প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ আরিফ আল মাহফুজের জন্মদিনে ‘সুপার সিক্সটি’র উচ্ছ্বাস ধলই সফিউল বারী দরবার শরীফে ফাতেহায়ে ইয়াজদহম, মাসিক আলোচনা ও ফাতেহা শরীফ সম্পন্ন, নাচোলে দুই গ্রুপের সংঘর্ষে সহোদর ২ ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া হযরত বাবা ভাণ্ডারী কেবলা কাবা (ক.)’র ২৯ আশ্বিন পবিত্র খোশরোজ শরীফ সম্পন্ন

ঝালকাঠি’র অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে

ঝালকাটি সংবাদদাতা:: “জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ, ৮ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দে জেলা শিল্পকলা একাডেমি, ঝালকাঠি’র অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা।

অনুষ্ঠানটি আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর, ঝালকাঠি।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) জনাব আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর এবং সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মিজ ফারহানা ইয়াসমিন। সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা জনাব মো. রবিউল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং যাদের নিয়ে আয়োজন অর্থাৎ ইলিশ শিকারী জেলেগণ, যাঁদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে ইলিশ আহরণ ও সংরক্ষণে।

২০২৩-২৪ অর্থবছরে জিডিপিতে ইলিশ সম্পদের অবদান প্রায় ২০ হাজার কোটি টাকা। জীবনচক্র পূরণের জন্য মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার এবং জাটকা ইলিশকে বড় হওয়ার সুযোগ প্রদান করলে ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে, যা দেশের মৎস্যসম্পদে ইতিবাচক প্রভাব ফেলবে।

নিষিদ্ধকালীন জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতিটি জেলে পরিবারকে মাসিক ৪০ কেজি চাল এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গবাদি পশু প্রদান কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উল্লেখ্য, প্রতিবছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত, অর্থাৎ আট মাস, জাটকা আহরণ, পরিবহন, মজুদ ও ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয়। ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশ আহরণ বা ব্যবসা করলে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০০০ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট