1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরের নিজপাট ইউনিয়ন শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গোমস্তাপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ সুরমায় সাংবাদিকের বাসায় হামলা,ভাংচুর ও লুটের ঘটনায় সিলেট সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও প্রতিবাদ দক্ষিণ সুরমায় সাংবাদিকের বাসায় হামলা, ভাঙচুর ও লুট, থানায় অভিযোগ সিলেট বিভাগের আরও ৪টি আসনে দলীয় প্রার্থীর  ঘোষণা বিএনপির এএসএমপির ছয় থানার ওসি বদল চাঁদাবাজমুক্ত ন্যায়ভিত্তিক ছাতক-দোয়ারা গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান ডাকসু ভিপি সাদিক কায়েম নাচোলে সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থীর মৃত্যুঃ ধানুয়া কামালপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জামালগঞ্জে ভোটের হাওয়া: হাতপাখা প্রতীকের প্রার্থী ডা. রফিকুলের গণসংযোগ

জামালগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ৪৯৮ বার পড়া হয়েছে

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: জামালগঞ্জে চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। এরফলে কৃষকের মুখে হাসি ফুটেছে, লাভের আশায় দিন গুনছেন তারা। এখন মাঠে মাঠে ব্যস্ত সময় পার করছেন কিষাণ- কিষাণীরা। সরেজমিনে দেখা গেছে, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বিস্তীর্ণ হাওরের মাঠে ধান কাটার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। অনেক মাঠের ধান ইতোমধ্যে কেটে ফেলেছেন চাষীরা। তবে গত সপ্তাহে কয়েক দফা আকষ্মিক বৃষ্টিপাতে অনেক কৃষকের মাঠের ধান ভিজে গেছে। ফলে ভিজে যাওয়া ধান মাঠেই শুকাচ্ছেন অনেকেই। আবার অনেকে মাঠ থেকে ধান মাড়াই করে নিচ্ছেন।

 

এ ছাড়া উপজেলার হাওর শনির, মহালিয়ার, হালির, ছনুয়ার, রৌয়ার, ডাকুয়ার, জোয়াল ভাংগা, গজারিয়া, দিরাই ছাতল, পাগনার, মিনি পাগনার ও গনিয়ারসহ শতকরা ৯৭ ভাগ ধান কেটে ফেলেছেন কৃষকেরা। ধান মাড়াইয়ের কাজও চলছে পুরোদমে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার সুমন কুমার সাহা।

আবহাওয়া অনুকূলে থাকলে এক সপ্তাহের মধ্যেই শতভাগ ধান কর্তন সম্পন্ন হবে এমন দাবি কৃষি বিভাগের। চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

এদিকে জামালগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে পুরো উপজেলার ১২টি হাওরে ১৭ হাজার ৫৮০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। এর মধ্যে হাওরের জমি ১৭ হাজার ৫৩ হেক্টর ধান কর্তন হয়েছে। নন হাওরে ৪ হাজার ১৬ হেক্টর। ফলনের লক্ষ্যমাত্রা প্রায় দেড় লাখ মেঃ টন। যার বাজার মূল্য ৬ শত কোটি টাকা।
ইতিমধ্যে প্রায় ২০ হাজার শ্রমিক ও ১৩০টি কম্পাইন হারভেস্টার মেশিন দিয়ে হাওরের ৮৬ ভাগ ধান কর্তন সম্পন্ন হয়।

উপজেলার ফেনারবাঁক গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম চৌধুরী, সোনাপুর গ্রামের আব্দুল বাছিত জানান, চলতি বোরো মৌসুমে ধানের সার্বিক ফলন নিয়ে কৃষকরা খুশি। ধানের ফলন অত্যন্ত ভালো হয়েছে। কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির ঘটনাও এবার কম ঘটেছে। যে কারণে পাকা ধানের ক্ষয়ক্ষতি খুব একটা হয়নি।

নয়াহালট গ্রামের কৃষক আখলাকুল ইসলাম বলেন, অন্য বছরের তুলনায় এবার বাম্পার ফলন হয়েছে। আশাবাদী আবহাওয়া অনুকূলে থাকলে এক সপ্তাহের মধ্যে ধান কর্তন শেষ হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট