1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান জলিলনগর শাখার বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত   বাগবাড়ীতে শিমুলের জমজাট জুয়ার প্রতারণা,ঘুমিয়ে আছে ফাঁড়ি পুলিশ কানাইঘাট নিয়ন্ত্রনে সহোদর দুই আওয়ামী দোসর ওদের থামাবে ক? আবারো সিলেট-ছাতক রেলপথে আবারো ছুটবে ট্রেন! শাহ মনছুর আলী দেওয়ান আল আহাদীর উরস-এ পাক বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ঢাকা মহানগর এর দোয়া মাহফিল, শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর (রহ.)-এর পবিত্র চাহরম অনুষ্ঠিত, মরহুম নুরুল হক নুর ভাণ্ডারীর ৫ম ওফাত বার্ষিকী সম্পন্ন জামালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

বড়লেখায় ৪ সিএনজি চালিত অটোরিকশা চোর গ্রেফতার, ৩ অটোরিকশা উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ, সিএনজি মালিক ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ৩টি সিএনজি উদ্ধার ও আন্ত:জেলা সিএনজি চালিত অটোরিকশা চোর চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এরা চোরাই অটোরিকশা (সিএনজি) বিক্রি করতে বড়লেখার দাসেরবাজারে গিয়েছিল।

গ্রেফতার চোরেরা হচ্ছে- ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের পুর্ব মোবারকপুর গ্রামের আব্দুল হাদীর ছেলে নাহিদ আহমদ (২০), গোয়ালাবাজার ইউনিয়নের শষার কান্দি গ্রামের আহমদ আলীর ছেলে সাইফুল ইসলাম (২১), তাজ পুর ইউপির ষাইটধা গ্রামের আব্দুল আহাদের ছেলে সিরাজুল ইসলাম (১৯) ও বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউপির চান্দগ্রামে মৃত বাছির উদ্দিনের ছেলে মাসুম আহমদ (১৯)।

সোমবার বেলা দু’টার দিকে উপজেলার দাসেরবাজার ও চান্দগ্রাম এলাকা হতে স্থানীয় জনসাধারণ ও সিএনজি মালিকের সহযোগিতায় পুলিশ তাদের গ্রেফতার করেছে। এসময় তাদের হেফাজত থেকে পুলিশ বড়লেখা ও সিলেটের বিভিন্ন জায়গা থেকে চুরি করা তিনটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করেছে।

জানা গেছে, সিলেটের বরইকান্দি এলাকার মিসেস হাজেরা আক্তারের মালিকানাধীন একটি সিএনজি চালিত অটোরিকশা সোমবার সকালে চান্দিরপুর এলাকা থেকে চুরি হয়। চোরেরা অটোরিকশাটি নিয়ে বড়লেখা উপজেলার দাসেরবাজারে যায়। লোকেশন ট্যাকিংয়ের মাধ্যমে সিএনজি মালিক দাসেরবাজার পর্যন্ত অবস্থান নিশ্চিত হন। পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় এক বাড়িতে তার সিএনজি সনাক্ত করেন। তখন ওই বাড়িতে তিন চোর ঘুমাচ্ছিল। তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। তিন চুরের তথ্যের ভিত্তিতে এস আই মো.মাসুদ পারভেজ অভিযান চালিয়ে চান্দগ্রাম এলাকা থেকে ২ টি অটোরিকশা উদ্ধারের পাশাপাশি আরও একজনকে আটক করেন। চোরেরা জানিয়েছে তারা বিক্রি করতেই সিএনজি নিয়ে বড়লেখার দাসেরবাজারে গিয়েছিল।
এর আগে তারা বিভিন্ন এলাকা থেকে আরও সিএনজি চুরি করেছে।

বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার সোমবার বিকেলে জানান, গ্রেফতারকৃতরা আন্ত:জেলা সিএনজি চালিত অটোরিকশা চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তাদের হেফাজত থেকে তিনটি চোরাই সিএনজি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার ৩ সিএনজির একটির মালিক গ্রেফতার কৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। অপর দুই সিএনজি মালিকের মামলার প্রস্তুতি চলছে। মঙ্গলবার গ্রেফতার ৪ আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট