1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন। সিলেটের জুয়ার রাজ্যে বেপরোয়া সাইফুলগংরা জুয়ারীদের কালো থাবায় তছনছ সাধারণ মানুষ, বখরা নেওয়ার অভিযোগ পুলিশ,ডিবি ও সাংবাদিকের বিরুদ্ধে জামালগঞ্জে ব্যারিস্টার লিটনের জনসভায় মানুষের ঢল, ৩১ দফা বাস্তবায়নে জোরালো আহ্বান চট্টগ্রামস্থ ফেনী জেলা আইনজীবী কল্যাণ পর্ষদ প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ আরিফ আল মাহফুজের জন্মদিনে ‘সুপার সিক্সটি’র উচ্ছ্বাস ধলই সফিউল বারী দরবার শরীফে ফাতেহায়ে ইয়াজদহম, মাসিক আলোচনা ও ফাতেহা শরীফ সম্পন্ন, নাচোলে দুই গ্রুপের সংঘর্ষে সহোদর ২ ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া হযরত বাবা ভাণ্ডারী কেবলা কাবা (ক.)’র ২৯ আশ্বিন পবিত্র খোশরোজ শরীফ সম্পন্ন

সিলেটে ব্যবসায়ীকে হত্যার হুমকি থানায় জিডি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের মোগলাবাজারে এক পোলট্রি ব্যবসায়ীকে হত্যার হুমকি দেওয়ায়, মোগলাবাজার থানায় সাধারণ ডায়রী( জিডি) দায়ের করা হয়েছে।

ডায়রী সূত্রে জানা যায় মোগলাবাজার থানার আকিলপুর গ্রামের মৃত এখলাছুর রহমানের পুত্র এফ এ সাজান ২০২৪ ইং সালের মার্চ মাস থেকে তাহার নিজ বাড়ীতে শেড তৈরি করে পোলট্রি ফার্মের ব্যবসা শুরু করেন। সেই ব্যবসা পরিচালনার জন্য তিনি তাহার নিজ গ্রামের জমির আলীর পুত্র আল মুমিন আহমদকে কর্মচারী নিয়োগ করে ব্যবসার পুরো দায়িত্ব তাকে বুঝিয়ে দেন। এক নাগারে মার্চ ২০২৪ইং থেকে ২০২৫ ইং সালের জানুয়ারি পর্যম্ত ১০ মাস ব্যবসা করার পর কর্মচারী আল মুমিন আহমদ এর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ করেন ব্যবসায়ী সাজান। তখন তিনি আল মুমিন আহমদকে টাকা বের করতে চাপ সৃষ্টি করলে মুমিন ব্যবসায়িক হিসাবে গুলমাল করে কোম্পানিতে টাকা জমা আছে বলে দেই দিচ্ছি করে সময় ক্ষেপন করতে থাকেন। বিষয়টি ব্যবসায়ী সাজনের সন্দেহ হলে তিনি মুমিনকে যে কোনভাবে টাকা মাঠ থেকে আদায় করতে বলেন। তাগাদা পেয়ে আল মুমিন আহমদ নিজেকে চাপ থেকে বাঁচাতে তিনটি চেক পাতায় ৩৫ লক্ষ ৫০ হাজার টাকা লিখে ব্যবসায়ী এফ এ সাজনের কাছে জমাদেন। এরপর আরো দুই মাস পার হলেও আল মুমিন টাকা দিতে না পেরে আত্নগোপন করে ঢাকায় চলে যায়। এরপর ফিরে এসে স্থানীয়ভাবে বিচার সালিশের মাধ্যমে আবারও টাকা দিবে বলে স্থানীয় পঞ্চায়েতের কাছ থেকে সময় নেয়। কিন্তু টাকাতো দেয়নি উল্টো তরিখের দিন আবারও আল মুমিন আনগোপনে চলেযায়, ফলে টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। এরপর স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতায় টাকা উদ্ধার করতে ব্যবসায়ী এফ এ সাজান বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে পাওনা টাকা আদায়ে বিবাদী আল মুমিনকে নোটিশ পাঠান। এই নোটিশ পাওয়ার পর আল মুমিন আহমদ বিভিন্নভাবে ব্যবসায়ী সাজানকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় গত ০৮/০৪/২০২৫ইং তারিখ বিকাল আনুমানিক ০৫.০০ ঘটিকার সময় সিলেট থেকে বাড়ী ফেরার পথে স্থানীয় নয়াবাজার এলাকায় অপরিচিত ২ জন লোক সাজান এর মোটরসাইকেল থামিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে ঐ দুই যুবক আল মুমিনের সাথে জামেলা শেষ করতে বলে, শেষ না করলে সাজান অথবা তার পরিবারের যে কোন সদস্যকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

এরপর এফ এ সাজান পরিবার এবং নিজের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে গত ১১/০৪/২০২৫ ইং তারিখে মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) দায়ের করেন। জিডি নং ৫২৬/২৫ ইং।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট